জানা গিয়েছে, সংস্কারের অভাবে দীর্ঘদিন ধরেই অযত্নে পড়েছিল স্কুলের খেলার মাঠ। অরিজিৎ সিংয়ের তত্ত্বাবধানে সেই মাঠ ঠিক করার উদ্যোগ নেওয়া হয়েছে। সেখানে ফের শুরু হবে ক্রিকেট। স্কুলের খেলা মাঠ ঠিক হলে এবং ও ক্রীড়া কেন্দ্র হিসেবে গড়ে উঠলে উপকৃত হবে স্কুল পড়ুয়ারা। তারা সেখানে নিজেদের মতো খেলাধূলা করতে পারবে। অরিজিৎ সিংয়ের নিজস্ব সংস্থার উদ্যোগেই মাঠ সংস্কারের প্রক্রিয়া শুরু হচ্ছে।
advertisement
আরও পড়ুনঃ বাম নেতার জীবন কেমন হয়, গাড়ি বিতর্কের মধ্যেই দেখিয়ে দিলেন এই নেতা! এমন কী করছেন তিনি?
স্কুলের শিক্ষকরা জানান, এলাকার ছেলেমেয়েদের জন্য অরিজিৎ সিং তৈরি করছেন বিশ্বমানের ক্রিকেট মাঠ ও প্রশিক্ষণ শিবির। জিয়াগঞ্জে তৈরি হচ্ছে ক্রিকেটের রণাঙ্গন। মুর্শিদাবাদের ভূমিপুত্র অরিজিৎ সিংয়ের গানের জন্যেই ভুবনজোড়া নাম। সঙ্গীত জীবনের চর্চার পাশাপাশি সাধারণ মানুষের জন্য কাজ করে চলেছেন প্রতিনিয়ত। সমাজ কল্যাণের ব্রত নিয়েই কার্যত নিজের খরচে বিভিন্ন জনহিতকর কাজেই নিয়োজিত রয়েছেন তিনি। এ বার সেই তালিকায় যুক্ত হচ্ছে একটি ক্রিকেট মাঠ ও প্রশিক্ষণ শিবির। ক্রিকেট তাঁর বরাবরই প্রিয়। এ বারে সেই প্রিয় খেলার জন্য নিজের এলাকার খুদেদের সামনে এগিয়ে নিজে যাওয়ার উদ্যোগ নিলেন।
কৌশিক অধিকারী