TRENDING:

Arijit Singh|| এমনও সম্ভব! বিরাট সিদ্ধান্ত নিলেন অরিজিৎ সিং! রাজকীয় কর্মযজ্ঞের প্রস্তুতি শুরু

Last Updated:

Arijit Singh: সংস্কারের অভাবে দীর্ঘদিন ধরে অযত্নে পড়েছিল খেলার মাঠ। অরিজিৎ সিং-র তত্ত্বাবধানে নতুন ভাবে গড়ে উঠছে এই মাঠ। এই স্কুলেই পড়াশোনা করেছেন অরিজিৎ সিং।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদঃ তিনি গায়ক অরিজিৎ সিং। যদিও মুর্শিদাবাদের ঘরের ছেলে। ইতিমধ্যেই সম্পন্ন করেছেন শিলিগুড়িতে গানের কনসার্ট। শিলিগুড়িতে গানের মঞ্চ থেকেই জানান তাঁর একাধিক পরিকল্পনা। দেশ থেকে বিদেশ সুরের জগতে শীর্ষে পৌঁছে কোনও দিন মুর্শিদাবাদ জেলাকে ভুলে যাননি অরিজিৎ। মুর্শিদাবাদের জিয়াগঞ্জে তাঁর বড় হয়ে ওঠা। রাজা বিজয় সিং স্কুলে কেটেছে ছোটবেলা। বর্তমানে সেই স্কুলেরই পরিচালন সমিতির সভাপতি অরিজিৎ সিং।
advertisement

জানা গিয়েছে, সংস্কারের অভাবে দীর্ঘদিন ধরেই অযত্নে পড়েছিল স্কুলের খেলার মাঠ। অরিজিৎ সিংয়ের তত্ত্বাবধানে সেই মাঠ ঠিক করার উদ্যোগ নেওয়া হয়েছে। সেখানে ফের শুরু হবে ক্রিকেট। স্কুলের খেলা মাঠ ঠিক হলে এবং ও ক্রীড়া কেন্দ্র হিসেবে গড়ে উঠলে উপকৃত হবে স্কুল পড়ুয়ারা। তারা সেখানে নিজেদের মতো খেলাধূলা করতে পারবে। অরিজিৎ সিংয়ের নিজস্ব সংস্থার উদ্যোগেই মাঠ সংস্কারের প্রক্রিয়া শুরু হচ্ছে।

advertisement

আরও পড়ুনঃ বাম নেতার জীবন কেমন হয়, গাড়ি বিতর্কের মধ্যেই দেখিয়ে দিলেন এই নেতা! এমন কী করছেন তিনি?

View More

স্কুলের শিক্ষকরা জানান, এলাকার ছেলেমেয়েদের জন্য অরিজিৎ সিং তৈরি করছেন বিশ্বমানের ক্রিকেট মাঠ ও প্রশিক্ষণ শিবির। জিয়াগঞ্জে তৈরি হচ্ছে ক্রিকেটের রণাঙ্গন। মুর্শিদাবাদের ভূমিপুত্র অরিজিৎ সিংয়ের গানের জন্যেই ভুবনজোড়া নাম। সঙ্গীত জীবনের চর্চার পাশাপাশি সাধারণ মানুষের জন্য কাজ করে চলেছেন প্রতিনিয়ত। সমাজ কল্যাণের ব্রত নিয়েই কার্যত নিজের খরচে বিভিন্ন জনহিতকর কাজেই নিয়োজিত রয়েছেন তিনি। এ বার সেই তালিকায় যুক্ত হচ্ছে একটি ক্রিকেট মাঠ ও প্রশিক্ষণ শিবির। ক্রিকেট তাঁর বরাবরই প্রিয়। এ বারে সেই প্রিয় খেলার জন্য নিজের এলাকার খুদেদের সামনে এগিয়ে নিজে যাওয়ার উদ্যোগ নিলেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কামারপুকুর রামকৃষ্ণ মঠে বিরাট কালীপুজো, শ্যামবর্ণা দেবীর দর্শনে ভক্তের ঢল
আরও দেখুন

কৌশিক অধিকারী

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Arijit Singh|| এমনও সম্ভব! বিরাট সিদ্ধান্ত নিলেন অরিজিৎ সিং! রাজকীয় কর্মযজ্ঞের প্রস্তুতি শুরু
Open in App
হোম
খবর
ফটো
লোকাল