জানা গিয়েছে, জামিনের আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছে জয়ন্ত সিং।মায়ের শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে জামিনের আবেদন করেছে সে। তদন্তের অগ্রগতি নিয়ে প্রশ্ন তুলেই জামিনের আবেদন করা হয়েছে।
ইতিমধ্যেই মামলার সঙ্গে সংযুক্ত সব পক্ষকে নথি দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি শুভ্রা ঘোষে। চলতি সপ্তাহেই শুনানির সম্ভবনা রয়েছে ।
প্রসঙ্গত, আড়িয়াদহে দুই ব্যক্তি সহ এক মহিলাকে মারধরের ঘটনায় গত বছরের জুলাই মাসে গ্রেফতার হয় জয়ন্ত সিং ও তার শাগরেদরা।সেই মামলাতেই জামিনের আবেদন করা হয়েছে। আর জয়ন্ত সিংয়ের জামিনের এই আবেদনকে ঘিরে যথেষ্টই আতঙ্কিত আড়িয়াদহে আক্রান্ত ওই মহিলা।।আক্রান্ত মহিলার দাবি জেলে থাকা সত্ত্বেও জয়ন্ত সিং ও তার শাগরেদরা তাঁকে ও তার পরিবারকে হুমকি দিয়ে যাচ্ছে।।জামিনে যদি জয়ন্ত সিং জেল থেকে বাইরে বেরিয়ে আসে।।তাহলে তার এবং তার পরিবারের কি হবে??তাই নিয়েই আতঙ্কিত মহিলা ও তার পরিবার।
advertisement