TRENDING:

জেলের গারদও আটকাতে পারল না, ভাঙড়ে জয় আরাবুল, হাকিমুলের

Last Updated:

কোনও বাধাই টেকাতে পারল না ৷ ভাঙড়ে উড়ল শাসল দলের বজয় পতাকা ৷ জেলে বসেও জয়ের স্বাদ পেলেন আরাবুল ইসলাম ৷ জয় পেলেন আরাবুলের জেলবন্দী ছেলে হাকিমুলও ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ভাঙড়: কোনও বাধাই ঠেকাতে পারল না ৷ ভাঙড়ে উড়ল শাসল দলের বিজয় পতাকা ৷ জেলে বসেও জয়ের স্বাদ পেলেন আরাবুল ইসলাম ৷ জয় পেলেন আরাবুলের জেলবন্দী ছেলে হাকিমুলও ৷
advertisement

এই সেই ভাঙড় ৷ ভোটের আগে রাজ্যের অন্যতম সংবেদনশীল এলাকা হয়ে উঠেছিল দক্ষিণ ২৪ পরগণার এই এলাকা ৷ ভোট শুরুর আগে-পরে এই ভাঙড়ের ‘রঙ্গমঞ্চে’ একের পর এক ‘নাটক’ দেখেছে রাজ্যবাসী ৷ কখনও আরাবুল বাহিনীর দাপাদাপি, কখনও জমিরক্ষা কমিটির প্রতিবাদ, সেখান থেকেই গুলি-খুন, মুখ্যমন্ত্রীর নির্দেশে গ্রেফতারি ৷ সবই চলেছে একের পর এক ৷

advertisement

পঞ্চায়েত ভোটের কয়েকদিন আগের ঘটনা ৷ জমি রক্ষা কমিটির মিছিলে আরাবুল বাহিনীর হামলার ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধুমার অবস্থা তৈরি হয়েছিল ভাঙড়ে ৷ অভিযোগ, ওই দিন মিছিলের উপর হামলা চালায় সশস্ত্র আরাবুল সমর্থকরা ৷ এই হামলাতেই মাথায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় মাছিভাঙার হাফিজুল মোল্লার ৷ এই মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড় ৷ আরাবুল ইসলামকে গ্রেফতারির নির্দেশ দেন মুখ্যমন্ত্রী ৷ গ্রেফতার করা হয় ভাঙরের দোর্দণ্ডপ্রতাপ নেতাকে ৷

advertisement

কিন্তু ভোটের ফল বেরতেই দেখা গেল, আরাবুল ম্যাজিকে ছায়া ফেলতে পারেনি জেলের গরাদ ৷ আবারও ভাঙড় জুড়ে তৃণমূলের জয়জয়কার ৷ যদিও ভোট ব্যাঙ্কে ছাপ ফেলেছে জমি রক্ষা কমিটিও ৷

ভাঙড়ে ২ নম্বর পঞ্চায়েত সমিতিতে জয়ী আরাবুল ইসলাম ৷ হারালেন জমিরক্ষা কমিটির প্রার্থীকে ৷

প্রায় ২ হাজার ভোটে জয়ী আরাবুল ৷ পাশাপাশি জয় পেয়েছেন আরাবুলের ছেলে হাকিমুলও ৷ উত্তর গাজিপুর পঞ্চায়েত সমিতিতে জয়ী হন তিনি ৷

advertisement

আরও পড়ুন: Bengal Panchayat Election Results 2018 LIVE: হুগলির আরামবাগ পঞ্চায়েত সমিতি তৃণমূলের দখলে

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

তবে জমিরক্ষা কমিটির সাফল্যে অন্য তাৎপর্য দেখছেন রাজনৈতিক নেতৃত্ব ৷ পোলেরহাট ২ পঞ্চায়েতে আট আসনে লড়াই হয়েছে ৷ এরমধ্যে পাঁচটি আসনে জয়ী জমিরক্ষা কমিটি ৷ মাছিভাঙা, খামারাইট, টোনায় জয়ী কমিটি ৷ উড়িয়াপাড়া, ডিবডিবাতেও জয় কমিটির ৷ অন্যদিকে, পঞ্চায়েতের তিন আসনে জয়ী তৃণমূল ৷ আট আসনে বিনা লড়াইয়ে আগেই জয় পেয়েছে তৃণমূল ৷ তাহলে একটি দিক পরিষ্কার হচ্ছে, আরাবুলের গ্রেফতারির পরে যে সমস্ত জায়গায় ভোট হয়েছে সেখানে ততটা আঁচড় কাটতে পারেনি তৃণমূল ৷ আটটির মধ্যে মাত্র তিনটি আসন নিজেদের দখলে নিতে পেরেছেন আরাবুল ৷ বিরোধীদের মতে, ভাঙড়ে আরাবুল বাহিনীর তাণ্ডব এবং গ্রেফতারি বিরূপ প্রভাব ফেলেছে মানুষের মনে ৷ হয়তো বিনাপ্রতিদ্বন্দ্বীতায় জেতা আসনগুলিতে ভোট হলে গড় হাতছাড়া হতে পারত আরাবুলের, এমনটাই ধারণা বিশেষজ্ঞদের ৷

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
জেলের গারদও আটকাতে পারল না, ভাঙড়ে জয় আরাবুল, হাকিমুলের