রবিবার জনসভা থেকেই অনুব্রত মন্ডল বিরোধীদের উদ্দেশে বলেন, ‘বিরোধীরা জন্ডিসে ভুগছেন ৷ জন্ডিসে শুকিয়ে যাচ্ছেন বিরোধীরা ৷ কোন হাসপাতালে গেলে চিকিৎসা হবে ৷ ঠিক সময় সবকিছু বলে দেব ৷’
আসন্ন লোকসভা নির্বাচনে বাংলায় জয়ের বিষয়টি নিয়ে যথেষ্ট আশাবাদী মোদি-শাহ জুটি ৷ যার জেরে নির্বাচনী প্রচারেও মোদি-শাহের নজরে রয়েছে বাংলা ৷ তবে, এই বিষয়টি নিয়ে একেবারেই মাথা ঘামাতে নারাজ অনুব্রত মণ্ডল ৷ বুদবুদের জনসভা থেকে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ-কেও চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন অনুব্রত ৷ তিনি বলেন, ‘বীরভূম কেন্দ্রে অমিত শাহ দাঁড়ান ৷ ৫-৬ লক্ষ ভোটে হারাব অমিত শাহকে ৷ হারাতে না পারলে রাজনীতি ছেড়ে দেব ৷’
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 31, 2019 5:09 PM IST