TRENDING:

Anubrata Mondal: আর নয় কেষ্ট, এবার তিন বিধানসভার সংগঠন দেখবেন পূর্ব বর্ধমান নেতৃত্ব

Last Updated:

দীর্ঘ ১৪ বছর পরে সাংগঠনিক পালাবদল কেতুগ্রাম, আউশগ্রাম ও মঙ্গলকোটে। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আবীর ঘোষাল, কলকাতা: পূর্ব বর্ধমানের তিন বিধানসভা কেন্দ্র দেখবেন নির্দিষ্ট জেলার জনপ্রতিনিধিরাই ৷ বীরভূম লাগোয়া তিন বিধানসভা কেন্দ্র আউশগ্রাম, কেতুগ্রাম ও মঙ্গলকোট বিধানসভা দেখবেন স্থানীয় নেতৃত্বরাই। বিশেষ করে নজর রাখবেন পূর্ব বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়।
আর নয় কেষ্ট, এবার তিন বিধানসভার সংগঠন দেখবেন পূর্ব বর্ধমান নেতৃত্ব
আর নয় কেষ্ট, এবার তিন বিধানসভার সংগঠন দেখবেন পূর্ব বর্ধমান নেতৃত্ব
advertisement

সূত্রের খবর, দলের শীর্ষ নেতৃত্বের তরফে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে জেলা নেতৃত্বকে। প্রসঙ্গত, বীরভূম লাগোয়া, পূর্ব বর্ধমানের এই তিন কেন্দ্র দেখভাল করতেন দীর্ঘ সময় ধরে অনুব্রত মণ্ডল। এর আগেও বিভিন্ন সময়ে তার এই কেন্দ্র দেখা নিয়ে নানা কথা উঠেছিল দলের অন্দরে৷ যদিও তাঁর ওপরেই শেষ মেষ ভরসা রেখেছিল দল ৷ আপাতত জেলে থাকা অনুব্রতের ভার লাঘব করে এই দায়িত্ব তুলে দেওয়া হল ওই জেলার হাতেই ৷ বৃহস্পতিবার সন্ধ্যায় এই বিষয়ে দীর্ঘ বৈঠক হয়েছে কলকাতায় ৷ সেখানে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন বলে সূত্রের খবর।

advertisement

আরও পড়ুন- ত্রিপুরায় কি শেষ বিপ্লব দেব জমানা? রাজনৈতিক মহলে শুরু চর্চা

পূর্ব বর্ধমানের এই তিন বিধানসভা কেন্দ্র বোলপুর লোকসভা কেন্দ্রের সাথে সম্পর্কিত। দলীয় সিদ্ধান্ত সাংগঠনিক জেলা যখন ভাগ করে দেওয়া হয়েছে তখন সেই জেলার দায়িত্ব স্থানীয়দের হাতেই ন্যস্ত করতে চাইছেন তারা ৷ জেলাস্তরে সাংগঠনিক দিক থেকে দল পরিচালনার বিষয় একেবারেই ত্রুটিবিহীন রাখতে চাইছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।

advertisement

আরও পড়ুন- বর্ধমান মেডিক্যালে ফের সক্রিয় দালালরা! সব খোয়ালো রোগীর পরিবার

দলীয় সূত্রে খবর, বছর ঘুরলেই পঞ্চায়েত ভোট ৷ আর তারপরেই বেজে যাবে লোকসভা ভোটের দামামা। তাই যিনি সংগঠন সামলাবেন তাকে পূর্ণ সময় দিতে হবে দলের কাজে। সেক্ষেত্রে অনুব্রত মণ্ডল জেলে থাকায় সাংগঠনিক কাজ চালাতে অসুবিধা হবে। তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এখানেও মনে করিয়ে দেওয়া হয়েছে এমন কোনও আচরণ যাতে না হয় যাতে দলকে অস্বস্তির মধ্যে পড়তে হয়৷ অবাধ ও শান্তিপূর্ণ ভোট যাতে করানো যায় তার জন্য এখন থেকেই ময়দানে নামতে বলা হয়েছে ৷ বিরোধীদের মনোনয়নে কোনও বাধা নয়। শান্তিপূর্ণ পঞ্চায়েত ভোট করানোর বার্তা দেওয়া হয়েছে ৷

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Anubrata Mondal: আর নয় কেষ্ট, এবার তিন বিধানসভার সংগঠন দেখবেন পূর্ব বর্ধমান নেতৃত্ব
Open in App
হোম
খবর
ফটো
লোকাল