TRENDING:

Anubrata Mondal: ‘বেড রেস্ট’-এ ছিলেন...অডিও কাণ্ডের ৭ দিন পরে SDPO অফিসে হাজিরা অনুব্রতর! সঙ্গে রাখতেই হল ফোন..কেন?

Last Updated:

অডিও ভাইরাল হওয়ার পর থেকেই তৃণমূল নেতৃত্বের কাছ থেকে আসে স্পষ্ট নির্দেশ৷ চার ঘণ্টার মধ্যেই ‘নিঃশর্ত ক্ষমা’ চাইতে হবে অনুব্রতকে৷ নাহলেই করা হবে কড়া পদক্ষেপ৷ তারপরেই চিঠি লিখে ‘ক্ষমা’ চান কেষ্ট৷ দাবি করেন, তিনি নানা রকমের ওষুধ খান, তাই ওইসব বলে ফেলেছেন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বীরভূম, ইন্দ্রজিৎ রুজ: ভাইরাল অডিও কাণ্ডে অবশেষে বীরভূমের এসডিপিও অফিসে হাজিরা দিলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল৷ পাঁচদিনের বেড রেস্ট শেষে অডিও কাণ্ডের সাতদিন পরে বৃহস্পতিবার দুপুর ৩ টে ১৫ মিনিটে এসডিপিও অফিসে পৌঁছন তিনি৷ তবে নিজের সাদা গাড়িতে নয়, অন্য কারও কালো রঙের গাড়িতে এসডিপিও অফিসে পৌঁছন অনুব্রত৷ সঙ্গে ছিল আইনজীবী এবং অবশ্যই তাঁর ফোন৷
News18
News18
advertisement

দিন সাতেক আগে একটি অডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার৷ সেই অডিও ক্লিপে অনুব্রত মণ্ডলকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে শোনা যায় বোলপুর থানার আইসি লিটন হালদারকে৷ শুধু লিটন নয়, তাঁর পরিবারকেও আক্রমণ করেন অনুব্রত৷

অডিও ভাইরাল হওয়ার পরেই অবশ্য তৃণমূল নেতৃত্বের কাছ থেকে আসে স্পষ্ট নির্দেশ৷ চার ঘণ্টার মধ্যেই ‘নিঃশর্ত ক্ষমা’ চাইতে হবে অনুব্রতকে৷ নাহলেই করা হবে পদক্ষেপ৷ তারপরেই চিঠি লিখে ‘ক্ষমা’ চান কেষ্ট৷ দাবি করেন, তিনি নানা রকমের ওষুধ খান, তাই ওইসব বলে ফেলেছেন৷

advertisement

আরও পড়ুন: ক্ষমা চাইতেই হল অনুব্রত মণ্ডলকে! IC-কে অশ্রাব্য ভাষায় গালিগালাজ…বললেন, ‘নানা ওষুধ খাই!’

কুকথা কাণ্ডে দল থেকে তো বটেই পুলিশের তরফ থেকেও পাঠানো হয় নোটিস৷ গত শনিবার এসডিপিও-র (বোলপুর) দফতরে হাজিরার নোটিস পাঠানো হয় অনুব্রতকে। সেদিন তিনি হাজিরা এড়িয়ে যাওয়ায় রবিবার বেলা ১১টায় ফের তাঁকে দ্বিতীয় নোটিস পাঠানো হয়৷

advertisement

রবিবার তাঁর বদলে এসডিপিও অফিসে যান তাঁর ঘনিষ্ঠ কয়েকজন ও আইনজীবী৷ তাঁরা জানান, অনুব্রত ‘অসুস্থ’ তাঁকে ৫ দিন ‘বেড রেস্ট’ দিয়েছেন চিকিৎসক৷ তারপর, আজ, বৃহস্পতিবার অনুব্রত হাজির হলেন এসডিপিও অফিসে৷

আরও পড়ুন : IC-কে কদর্য ভাষা! অডিও কাণ্ডে ৪ ঘণ্টার মধ্যে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে অনুব্রতকে…নাহলে

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

জানা গিয়েছে, অনুব্রতর বিরুদ্ধে ২টি জামিন অযোগ্য সহ ৪টি ধারায় মামলা করা হয়েছে৷ তাঁকে ফোন নিয়ে হাজিরা দিতে বলা হয়েছিল৷ আইনজীবী ও ফোন নিয়ে এদিন হাজিরা দিয়েছেন কেষ্ট৷ ওই অডিওতে তিনিই কথা বলেছেন কি না, নাহলে ওটা কার গলা, কে কখন ফোন করেছেন, এই সবকিছু খতিয়ে দেখছে পুলিশ৷

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Anubrata Mondal: ‘বেড রেস্ট’-এ ছিলেন...অডিও কাণ্ডের ৭ দিন পরে SDPO অফিসে হাজিরা অনুব্রতর! সঙ্গে রাখতেই হল ফোন..কেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল