TRENDING:

Anubrata Mondal: 'জেল থেকে বেরিয়ে আসুক অনুব্রত মণ্ডল', বীরভূমে আজব কাণ্ড ঘটালেন মহিলারা!

Last Updated:

Anubrata Mondal: ৭ ঘন্টা পায়ে হেঁটে এসে বীরভূমের পাথর চাপুড়ীতে দাতা বাবার মাজারে চাঁদর চাপালেন মহম্মদবাজারের একদল মহিলা তৃণমূল কর্মী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বোলপুর: জেল থেকে বেরিয়ে আসুক অনুব্রত মণ্ডল , কেটে যাক সব বিপদ - এই কামনা করে  ২৫ কিলোমিটার  বীরভূমের মহম্মদবাজার থেকে পায়ে হেঁটে সিউড়ির পাথর চাপুরীতে দাতাবাবার মাজারে চাদর চাপালেন বীরভূমের কয়েকজন মহিলা তৃণমুল কর্মী । দীর্ঘদিন ধরে জেলে রয়েছেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। তাই তাঁর মঙ্গল কামনায় যাতে তিনি তাড়াতাড়ি জেল থেকে বেরিয়ে আসেন সেই কামনা করে বীরভূমের মহম্মদবাজার থেকে সিউড়ির পাথর চাপুরী ২৫ কিলোমিটার পায়ে হেঁটে দাতাবাবার মাজারে চাদর চাপালেন বীরভূমের কয়েকজন মহিলা তৃণমূল কর্মী।
হেঁটে চলেছেন মহিলারা
হেঁটে চলেছেন মহিলারা
advertisement

তারা ৮ জন গতকাল বিকাল ৩ টের সময় বীরভূমের মহম্মদবাজার থেকে মাথায় চাদর নিয়ে দাতাবাবার মাজারের উদ্দেশ্যে রওনা দেন। প্রায় ৭ ঘন্টা পায়ে হেঁটে তারা রাত ১০ টা নাগাদ সিউড়ির পাথর চাপুরী মাজারে পৌঁছয়।

আরও পড়ুন: 'নির্মমতার শেষ সীমা', মধ্যরাতের অভিযান নিয়ে বিস্ফোরক দিলীপ ঘোষ!

রাতে মাজারের গেট বন্ধ থাকায়,  সারারাত গেটের বাইরেই বসে থাকেন তারা। সকালে গেট খুললে তারা জেলে থাকা অনুব্রত মণ্ডলের শুভ কামনা ও জেল থেকে যাতে তাড়াতাড়ি বেরিয়ে এসে আবার রাজনৈতিক সংগঠনে যোগ দেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল , সেই কামনা করে দাতাবাবার মাজারে চাদর চাপান  ও বীরভুমবাসীর জন্য দোয়া ( প্রার্থনা ) করেন তারা।

advertisement

আরও পড়ুন: ইতিউতি পড়ে পোস্টার, স্বাভাবিক যান চলাচল, মধ্যরাতের অপারেশনের পর করুণাময়ীতে দীর্ঘশ্বাস

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

মহম্মদবাজারের তৃণমূল কর্মী সাইদা খাতুন বলেন, "সবাই জানে দীর্ঘদিন ধরে বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল রয়েছেন পুলিশি হেফাজতে । সেই কারণে পার্টির বিভিন্ন প্রোগ্রামে দাদার জায়গা ফাঁকা। কেষ্টহীন মঞ্চেই হচ্ছে পার্টির প্রোগ্রাম। দাদাকে ছাড়া একদম ফাঁকা লাগছে সমস্ত অনুষ্ঠান। দাদা সব সময় সবার পাশে থেকেছেন , যে কোনও সমস্যায় সবার পাশে থেকেছেন । তাই দাদার জন্য দোয়া করতে আমরা মহম্মদবাজারের মহিলা তৃণমূল কর্মীরা মহম্মদবাজার থেকে সিউড়ির পাথর চাপুরী ২৫ কিলোমিটার পায়ে হেঁটে দাতাবাবার মাজারে চাদর চপালাম এবং দাদার সঙ্গেসঙ্গে গোটা বীরভূমবাসীর জন্য দোয়া করলাম।"

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Anubrata Mondal: 'জেল থেকে বেরিয়ে আসুক অনুব্রত মণ্ডল', বীরভূমে আজব কাণ্ড ঘটালেন মহিলারা!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল