একধাপ এগিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, 'পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর হুমকি ভিডিও বার্তা প্রকাশ্যে এসেছে। জাতীয় নির্বাচন কমিশন তাঁর বিরুদ্ধে যে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে তাতে খুশি হলেও তিনি যে ধরনের অপরাধী তাতে লঘু শাস্তি দেওয়া হয়েছে। আমি মনে করি ওনার অতীতের ট্র্যাক রেকর্ড অনুযায়ী উনি দাউদ ইব্রাহিমের সমান অপরাধী।' শুভেন্দু অধিকারীর দাবি, 'অবাধ ভয়মুক্ত নির্বাচনের জন্য নির্বাচনের দিন পর্যন্ত নরেন্দ্রনাথ চক্রবর্তীকে জেলে রাখা উচিত।' আর অনুব্রত মণ্ডল প্রসঙ্গে শুভেন্দুর কটাক্ষ, 'সন্ত্রাসের নায়ক অনুব্রতর খেলার দিন শেষ। খুব চেষ্টা করেছিলেন আদালত থেকে রক্ষাকবচ পাবেন বলে। শ্রীঘর ওনার জন্য প্রস্তুত।'
advertisement
আরও পড়ুন: ৪ জেলায় তাপপ্রবাহ! কোথাও কাঁপিয়ে বৃষ্টি! ৪৮ ঘণ্টা কোন জেলায় কেমন আবহাওয়া? জানুন...
বীরভূম তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডলকে দল এ বার আসানসোল লোকসভা আসনের উপনির্বাচনের সাংগঠনিক দেখভালের দায়িত্ব দিয়েছে৷ সেই কারণেই অগ্নিমিত্রা আশঙ্কা প্রকাশ করেছেন যে অনুব্রত মণ্ডলের নেতৃত্বে আসানসোলে সন্ত্রাসের খেলা খেলবে শাসক দল। ২০১৪ সাল থেকে আসানসোলে জিতছে বিজেপি ৷ পরপর দু’বার জিতেছেন বাবুল সুপ্রিয়৷ তিনি পদত্যাগ করায় ওই আসনে উপনির্বাচন হচ্ছে৷ তাই আসন ধরে রাখতে এখন মরিয়া গেরুয়া শিবির।
আরও পড়ুন: তুঙ্গে উঠেছিল পারিবারিক বিবাদ! বৃদ্ধ বাবার সঙ্গে যা করল ছেলে-বৌমা! লজ্জা...
এ দিকে যাকে নিয়ে এত আলোচনা সেই অনুব্রত মণ্ডল বলছেন, আসানসোলে আড়াই লক্ষ ভোটে জিতবে আমাদের প্রার্থী। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে এও বলেন, 'আসানসোলে এ বার ভালই জমবে খেলা।' পাশাপাশি অগ্নিমিত্রা পলের আসানসোলের মানুষ অনুব্রতকে চায় না বক্তব্য প্রসঙ্গে তাঁকে জিজ্ঞাসা করা হলে দাপুটে এই তৃণমূল নেতা অনুব্রতর সংক্ষিপ্ত জবাব, 'উনি কি আসানসোলের মালিক ? সবটাই কিনে নিয়েছেন? রাস্তাঘাট, বাড়ি ,পাড়া, দোকানপাট, মানুষজন?'
VENKATESWAR LAHIRI