TRENDING:

Anubrata Mondal at Bolpur: ২৫ মাস পর ফের বোলপুরের বাড়িতে অনুব্রত! পুষ্প বৃষ্টি, উলুধ্বনিতে 'বীরের' মতোই বরণ অনুগামীদের

Last Updated:

২০২২ সালের ১১ অগাস্ট গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছিল সিবিআই৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
২০২২ সালের অগাস্ট মাসে বোলপুুরের নিচুপট্টির এই বাড়ি থেকেই তাঁকে গ্রেফতার করে নিয়ে গিয়েছিল সিবিআই৷ দীর্ঘ দু বছর এক মাস পর মঙ্গলবার সকাল থেকে ফের গমগম করছিল বোলপুর শহরের নিচুপট্টির বহুল চর্চিত এই বাড়িটি৷ এবার অনুব্রত মণ্ডলের প্রত্যাবর্তনের অপেক্ষায়৷ শেষ পর্যন্ত সকাল ৯.১০ মিনিট নাগাদ বোলপুরের বাড়িতে পৌঁছন অনুব্রত মণ্ডল৷
বোলপুরে ফিরলেন অনুব্রত মণ্ডল৷
বোলপুরে ফিরলেন অনুব্রত মণ্ডল৷
advertisement

শেষ পর্যন্ত গরু পাচার মামলায় জামিন পেয়ে নিজের ডেরা বীরভূমে পা পড়ল অনুব্রত মণ্ডলের৷ অনুব্রতর প্রত্যাবর্তন উপলক্ষে আগে থেকেই প্রস্তুতি সেরে রেখেছিলেন অনুগামীরা৷ অনুব্রতকে স্বাগত জানাতে তৈরি করা হয়েছিল বড় বড় তোড়ণ৷

ভোরে কলকাতা বিমানবন্দরে পৌঁছনোর পর মেয়ে সুকন্যাকে নিয়ে সরাসরি বোলপুরের উদ্দেশ্যে রওনা দেন অনুব্রত মণ্ডল৷ বোলপুর শহরে ঢোকার কয়েক কিলোমিটার আগে থেকেই অনুব্রত মণ্ডলকে স্বাগত জানাতে রাস্তার পাশে ভিড় করেছিলেন অনুব্রতর অনুগামীরা৷ তৃণমূল নেতার গাড়ির উপর পুষ্প বৃষ্টি করেন দলীয় কর্মী সমর্থকরা৷  দেওয়া হয় উলুধ্বনি৷ মানুষের ভিড়ে বার বার থমকেছে অনুব্রতর গাড়ি৷ শেষ পর্যন্ত সকাল ৯টা নাগাদ বোলপুরের বাড়ির সামনে পৌঁছয় অনুব্রতর গাড়ি৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লাভজনক বিকল্প চাষে খুলে গেল কৃষকের ভাগ্য! বিশেষ ডাল চাষ করে হাতে আসছে ভাল টাকা
আরও দেখুন

দু বছর আগে যেভাবে ভিড় ঠেলে কোনওক্রমে তাঁকে গাড়িতে তুলে নিয়ে গিয়েছিল সিবিআই, এ দিনও ঠিক একই ভাবে ভিড়ের মধ্যে দিয়েই কোনওক্রমে বাড়িতে ঢোকেন অনুব্রত৷ বাড়িতে ঢুকেই দরজায় দাঁড়িয়ে কর্মী, সমর্থকদের উদ্দেশে হাত নাড়ান অনুব্রত মণ্ডল, নমস্কারও করেন৷

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Anubrata Mondal at Bolpur: ২৫ মাস পর ফের বোলপুরের বাড়িতে অনুব্রত! পুষ্প বৃষ্টি, উলুধ্বনিতে 'বীরের' মতোই বরণ অনুগামীদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল