সামনেই পঞ্চায়েত নির্বাচন ৷ সেদিকে নজর রেখে সংগঠনের ভিত মজবুত করতে মাঠে কেষ্টা ৷ দলীয় কর্মীদের সাবধান করে তৃণমূল নেতার বার্তা কেউ টাকা চাইলেই তাঁকে পোরা হবে জেলে ৷
উপস্থিত জনতাকেও বার্তা দিয়ে বললেন, বাংলা আবাস যোজনায় প্রচুর পরিমানে বাড়ি দেওয়া হবে বীরভূমে। যদি বাড়ি দেওয়ায় জন্য ১০ টাকাও চায় তাহলে যেন তৎক্ষণাৎ তাঁকে জানানো হয় ৷ মঞ্চ থেকে নিজের মোবাইল নম্বর বিলি করলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মন্ডল বলেন, সরাসরি তাঁকে ফোন করে দুর্নীতির কথা বললে তিনি নিজে দায়িত্ব নিয়ে অভিযুক্তকে জেলে ঢোকাবেন ৷ পঞ্চায়েত নির্বাচনে মাটি ছাড়া যাবে না, কর্মীদের নির্দেশ অনুব্রতর।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 13, 2018 7:53 PM IST