ইন্দ্রজিৎ রুজ, বোলপুর: আইসিকে কুকথা কাণ্ডে অনুব্রত মণ্ডলের জামিন মঞ্জুর করল বোলপুর মহকুমা আদালত। অনুব্রতর জামিন মঞ্জুর করা হল ব্যক্তিগত হাজার টাকা বেল বন্ডে।
পুলিশকে কুকথাকাণ্ডে আগাম জামিনের আবেদন করেছিলেন অনুব্রত মণ্ডল। বোলপুর মহকুমা আদালতে আগাম জামিন চেয়েছিলেন তৃণমূল নেতা। সেই সূত্রেই সোমবার বেলা সাড়ে ১০টা নাগাদ বোলপুর মহকুমা আদালতে এসে আত্মসমর্পণ করেন অনুব্রত মণ্ডল। আত্মসমর্পণ করে তিনি জামিনের আবেদন করেছেন। এরপর তিনি আদালত থেকে বেরিয়ে যান। বেলা ১টা ৪০-এর পর এর শুনানি শুরু হয়। তখন তিনি আবার আসেন কোর্টে। এরপরই তাঁর আগাম জামিনের আবেদন মঞ্জুর করেন বিচারক।
advertisement
এই মামলার তদন্তকারী অফিসার এখনও পর্যন্ত বোলপুর মহকুমা আদালতে কেস ডায়েরি জমা দেননি। এছাড়াও মামলার তদন্তে অগ্রগতি কী হয়েছে, সেই সমস্ত বিষয়েও জানানো হয়নি আদালতকে। তার জন্যই অনুব্রত মণ্ডলের জামিন মঞ্জুর করা হয়েছে। এছাড়াও অনুব্রত মণ্ডলের পক্ষ থেকে জানানো হয়, বিভিন্ন ধরনের অসুস্থতায় তিনি ভুগছেন। তদন্ত সহযোগিতা করেছেন, নিজেও গিয়েছেন হাজিরা দিতে। এরপরই বোলপুর মহকুমা আদালতের বিচারক অনুব্রত মণ্ডলের জামিন মঞ্জুর করেন।
বোলপুর থানার আইসি-কে কুকথা বলার অভিযোগ ওঠে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে। তার ভিত্তিতে মামলা হয়েছিল। এর আগে তিনি পুলিশের কাছে গিয়েছিলেন। পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ করেছিল। তখন তিনি জামিন নেননি। তাঁর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা করেছিল জেলা পুলিশ। সেই মামলার ভিত্তিতে তাঁকে শান্তিনিকেতন থানায় ডেকে পাঠানো হয়েছিল।
সেই মামলায় এর আগে তাঁকে জিজ্ঞাসাবাদ করেছিলেন এসডিপিও বোলপুর। তিনি এই মামলার তদন্তকারী অফিসার। সেই সময় প্রায় এক ঘণ্টা তাঁকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়। তারপর তিনি জামিনের আবেদন করেননি। এই প্রথম তিনি আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলেন। আর তাঁর জামিন মঞ্জুর হল।