TRENDING:

Anubrata Mondal Kajal Sheikh: বীরভূমে কি তবে শেষের পথে অনুব্রত-রাজ? বাজিমাত কাজল শেখের! তুঙ্গে জল্পনা

Last Updated:

Anubrata Mondal Kajal Sheikh: অনুব্রত মণ্ডল অনুপস্থিতিতে, কাজল শেখের জেলা সভাধিপতি হওয়া জেলা রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বোলপুর: বীরভূমে রাজনৈতিক প্রেক্ষাপটে এবার বড় পরিবর্তন। জেলা সভাধিপতির পদে বসলেন অনুব্রত মণ্ডল বিরোধী হিসাবে পরিচিত কাজল শেখ। দীর্ঘদিন ধরেই কাজল বীরভূমের শাসক দলের অন্যতম মুখ। নানুরের এই নেতা অবশ্য বারবার অভিযোগ করেছেন তাকে জেলা সভাপতি অনুব্রত মণ্ডল কাজ করতে বাধা দিয়েছেন একাধিকবার৷ ফলে অনুব্রতর অনুপস্থিতিতে, কাজল শেখের জেলা সভাধিপতি হওয়া জেলা রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ৷
অনুব্রতর জেলায় কাজলের বাজিমাত
অনুব্রতর জেলায় কাজলের বাজিমাত
advertisement

কিছুদিন আগে জেলা সফরে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কাজল শেখকে কোর কমিটির সদস্য হিসাবে দায়িত্ব দিয়েছেন। তারপর থেকেই বিভিন্ন বিষয়ে মন্তব্য করতে দেখা যাচ্ছে কাজল শেখকে। যা দলের বিড়ম্বনা বাড়াচ্ছে।

তবে কাজল শেখের গুরুত্ব যে দলের মধ্যে বাড়ছে, তা বেশ কিছুদিন ধরেই স্পষ্ট হচ্ছিল। এমনকি পঞ্চায়েত ভোটের আগে বগটুই নিয়ে তাকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছিল। সেখানেও কাজল শেখ দায়িত্ব নিয়ে ভাল ফল করেন।

advertisement

আরও পড়ুন: আগেও র‍্যাগিং! যাদবপুরের ঘটনায় হাইকোর্টে মারাত্মক দাবি, সোমবার পরবর্তী শুনানি

বীরভূম জেলা পরিষদ এককভাবে দখল করেছে তৃণমূল কংগ্রেস। ৫২টি সিটের মধ্যে মাত্র একটিতে জয়লাভ করতে পেরেছে বিরোধীরা।

যদিও জেলা পরিষদে জয়লাভের পর কাজল শেখের মুখে অনুব্রত মণ্ডলের নাম শোনা গেলেও অনুব্রত মণ্ডলের বিরোধী হিসেবেই পরিচিত থাকা কাজল শেখ সভাধিপতি পদে বসার পর, বীরভূম জেলা থেকে কি নিশ্চিহ্ন হয়ে যাবে অনুব্রত মণ্ডল গোষ্ঠী? এমনই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে।

advertisement

আরও পড়ুন: চা খাইয়ে সৌরভই নিয়ে গিয়েছিল সিনিয়রদের ঘরে, তার পরে ৬ জন মিলে তিন ঘণ্টা টানা ‘নির্যাতন’?

রাজনৈতিক মহলের নজরে রয়েছে দীর্ঘদিন কারবাসে থাকা অনুব্রত মণ্ডল। জেলা সামলানোর দায়িত্ব নিয়েছেন একাধিক নেতা। বিশেষ করে কোর কমিটির সদস্যরা৷ যদিও পঞ্চায়েত ভোটের ফল দেখার পরে অনেকে আবার বলছেন অনুব্রত মণ্ডলের প্রভাব জেলায় এখনও রয়েছে৷ তবে এই প্রভাব আদৌ বজায় থাকবে কিনা, বিশেষ করে লোকসভা ভোটের আগে যখন কড়া রাজনৈতিক লড়াই চলছে। এই অবস্থায় কি বদল হবে জেলা সভাপতি? প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বীরভূমের  রাজনৈতিক মহলে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

একটা সময়ে জেলার রাজনীতিতে যিনি কেষ্ট-বিরোধী শিবিরের নেতা হিসাবেই পরিচিত ছিলেন, সেই কাজল শেখের গুরুত্ব বৃদ্ধিতে জল্পনা বাড়ছে। যদিও কাজল সেটা মানতে চান না। ভোটে জেতার পর তাঁকে বলতে শোনা গিয়েছিল, অনুব্রত তাঁর রাজনৈতিক গুরু। বলেন, ”ওঁর দেখানো পথেই ভোটে লড়েছি, আর জয় এসেছে।”

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Anubrata Mondal Kajal Sheikh: বীরভূমে কি তবে শেষের পথে অনুব্রত-রাজ? বাজিমাত কাজল শেখের! তুঙ্গে জল্পনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল