প্রসঙ্গত এদিন সমবায় ব্যাংকের যে ভুয়ো অ্যাকাউন্টগুলি সিবিআই পেয়েছিল তার ১১৫ অ্যাকাউন্টের ব্যাংকের স্টেটমেন্ট আদালতের কাছে জমা করেন। তা দেখে বিচারক বিস্ময় প্রকাশ করে বলেন এক একটি লেনদেন ৫ লাখ বা ৬ লাখ টাকা করে হয়েছে। এবং বারবার হয়েছে।
আরও পড়ুন: বাড়িতে ইস্ত্রি আছে? খুব সাবধান! কলকাতা পুলিশের এক কর্মীর জীবন চলে গেল!
advertisement
জানা গিয়েছে, টাকা হাত ঘোরাতে যে ভুয়ো অ্যাকাউন্ট থেকে মূল পাঁচটি অ্যাকাউন্ট টাকা গিয়েছিল। সেই পাঁচটি অ্যাকাউন্ট কোনও প্রভাবশালীর নয়, রাইস মিলের হতদরিদ্র শ্রমিকের। সেই ৫ শ্রমিকের অ্যাকাউন্ট থেকেই অনুব্রত মণ্ডলের রাইস মিললে টাকা গিয়েছিল।
আরও পড়ুন: স্বামীর সঙ্গে টিকিট কেটেই কোটি টাকার লটারি পেল স্ত্রী! তারপর যা ঘটল, চমকে উঠবেন শুনলে
জানা গেছে, গরু পাচার মামলায় সিবিআই তদন্ত শুরু করার পরই এই ভুয়ো অ্যাকাউন্ট তৈরি হয় এবং সেগুলিকে বাফার একাউন্টের বদলে ফেলা হয়। এখনো পর্যন্ত মোট ৪৪৫ টি বাফার অ্যাকাউন্টের সন্ধান পেয়েছে সিবিআই।