TRENDING:

জেলে শুরুর রাত থেকেই মহা সমস্যায় ফিশচুলার রোগী অনুব্রত মণ্ডল, কী বিপদ!

Last Updated:

কেমন কাটল সেই জেলে অনুব্রত মণ্ডলের প্রথম রাত? কী করলেন, কী খেলেন বীরভূমের এত বড় নেতা, তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি? (Anubrata Mondal)

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আসানসোল: সাম্প্রতিক সময়ে রাজ্যে হেভিওয়েট বন্দি মানেই তাঁদের ঠিকানা হয় প্রেসিডেন্সি জেল নাহলে আলিপুর জেল৷ কিন্তু বুধবার কলকাতা নয়, ১৪ দিনের সিবিআই হেফাজত শেষে অনুব্রত মণ্ডলের ঠিকানা হয়েছে আসানসোল সংশোধনাগার৷ বুধবার আসানসোলের সিবিআই আদালতে তাঁকে পেশ করার পর, শুনানি শেষে গাড়ি করে জেল হেফাজতের উদ্দেশ্যে সংশোধনাগারে নিয়ে যাওয়া হয়।
জেল হেফাজতে অনুব্রত মণ্ডল (প্রতীকী ছবি)
জেল হেফাজতে অনুব্রত মণ্ডল (প্রতীকী ছবি)
advertisement

কেমন কাটল সেই জেলে অনুব্রত মণ্ডলের প্রথম রাত? কী করলেন, কী খেলেন বীরভূমের এত বড় নেতা, তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি? সূত্রের খবর, অনুব্রত মণ্ডলকে আসানসোলের বিশেষ সংশোধনাগারের হাসপাতাল ওয়ার্ডে রাখা হয়েছে। বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। আগামী ৩-৪ দিন এই ওয়ার্ডেই থাকবেন অনুব্রত, এমনটাই খবর জেল সূত্রে।

আরও পড়ুন: হুমকি চিঠি নিয়ে বিচারকের কাছেই মুখ খুললেন অনুব্রত মণ্ডল, তোলপাড় পড়ল বাংলায়

advertisement

অন্য বন্দিদের বুধবার রাতে যা খাবার দেওয়া হয়েছিল, অনুব্রতকেও সেই খাবারই দেওয়া হয় বলে খবর। বুধবার রাতে তাঁকে দেওয়া হয় রুটি ডাল আর সবজি। আসানসোল জেলে কমোড নেই। অনুব্রতর অর্শের সমস্যা দীর্ঘদিনের। ফলে তা নিয়ে চিন্তায় রয়েছেন অনুব্রতর পরিজনেরা। গরুপাচার মামলায় গ্রেফতারের আগেই শোনা গিয়েছিল, ফিশচুলার অস্ত্রোপচার করাতে হতে পারে অনুব্রত মণ্ডলকে।

advertisement

আরও পড়ুন: লুকিয়ে ছিলেন কলকাতার হাসপাতালে! অনুব্রতকে বাবা ডাকা সেই বিদ্যুৎবরণ গায়েন সিবিআই-জালে

সেরা ভিডিও

আরও দেখুন
মিনি ফুটবল টুর্নামেন্টে বড়সড় পুরস্কার! চার চাকা গাড়ি, বুলেট বাইক কী নেই..!
আরও দেখুন

জেল সূত্রে খবর, অনুব্রত মণ্ডলকে আপাতত একটি খাট এবং টেবিল ফ্যান দেওয়া হবে৷ আদালতের নির্দেশ মেনে অনুব্রত মণ্ডলকে জেল চিকিৎসকের কড়া নজরদারিতে রাখা হবে৷ তাঁকে প্রয়োজনীয় সব ওষুধও দেওয়া হবে৷ প্রয়োজনে অক্সিজেন দেওয়া হবে তাঁকে। গতকাল পৌনে পাঁচটা নাগাদ জেলে নিয়ে আসার পর প্রথমে অনুব্রত মণ্ডলের করোনার পরীক্ষা করা হয়৷ র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে তাঁর করোনা পরীক্ষার রেজাল্ট নেগেটিভ এসেছে বলে জেল সূত্রে খবর।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
জেলে শুরুর রাত থেকেই মহা সমস্যায় ফিশচুলার রোগী অনুব্রত মণ্ডল, কী বিপদ!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল