আগামী ৯ অগাস্ট বীরভূমের সব পুরসভা এবং পঞ্চায়েত এলাকায় মিছিল করবে তৃণমূল কংগ্রেস। বীরভূম জেলা তৃণমূলের বৈঠক ইতিমধ্যেই একাধিকবার হয়েছে। বীরভূমে জেলা তৃণমূলের পার্টি অফিসের এই বৈঠকে যোগ দিয়েছেন জেলার বিধায়ক ও নেতারা। অনুব্রত মণ্ডলকে ছাড়াই আগামীতে বীরভূমে দলীয় কাজ পরিচালনা করতে হবে, সেটা ভালমতোই বুঝেছেন অন্য নেতারা। পার্টির কাজ এ বার কীভাবে এগোবে, সেই পথনির্দেশিকা তৈরির জন্যই ছিল পরপর বৈঠক।
advertisement
আরও পড়ুনঃ দুর্গাপুজোতেও চলবে একটানা বৃষ্টি! সপ্তাহান্তে মাটি হবে পুজোর শপিং! জানুন সর্বশেষ পূর্বাভাস
প্রথমবার অনুব্রত মণ্ডলকে ছাড়াই জেলায় কোনও বড় সভা হতে চলেছে। বীরভূম জেলার বৈঠকে ঠিক হয়েছিল, অনুব্রত মণ্ডল গ্রেফতারের পর এ বার থেকে প্রত্যেক রবিবার বীরভূমে দলের বিধায়ক, সাংসদদের নিয়ে বৈঠক হবে। বোলপুরে জেলা দলীয় কার্যালয়ে বৈঠক হবে। বৈঠকের আহ্বায়ক বীরভূমের সিউড়ির বিধায়ক তথা বীরভূম জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায় চৌধুরী। পাশাপাশি বীরভূম জেলা তৃণমূলের নতুন মুখপাত্র হয়েছেন মলয় মুখোপাধ্যায়। অভিজিৎ সিংহ, চন্দ্রনাথ সিনহা-সহ আরও কয়েকজনকে নিয়ে পরিচালন কমিটি গঠন করেছে তৃণমূল। এই কমিটি বীরভূমে দলের কাজকর্ম কীভাবে এগোবে, তা দেখবে।
আরও পড়ুনঃ প্রাথমিক টেটকাণ্ডে আরও চাপে মানিক, 'দুর্নীতি ফাঁস হবে', বিস্ফোরক সুকান্ত
তৃণমূলের বীরভূম জেলা সংগঠনের 'বস' ছিলেন অনুব্রত। তিনি নেই মানে সংগঠনে বড় শূন্যতা। আর সেই শূন্যস্থান পূরণে তৃণমূলকে যে হিমশিম খেতে হবে, তা আন্দাজ করা গিয়েছিল আগেই। রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের আগে অনুব্রতর এই গ্রেফতারি বীরভূমে তৃণমূলকে চাপে ফেলেছে। তবে অনুব্রতর অভাব পূরণে এখন এই কমিটি বীরভূমে তৃণমূলের ভরসা। সূত্রের খবর, চলতি মাসেই বীরভূম সফর করতে পারেন মমতা বন্দোপাধ্যায়। বোলপুরে যোগ দিতে পারেন রাজনৈতিক কর্মসূচিতেও।
ABIR GHOSHAL