বিজেপির গোষ্ঠী কোন্দলে সরগরম বীরভূমের নলহাটি এবং সিউরি ৷ কোন্দলে ভেস্তে যায় রথযাত্রার বৈঠক ৷ বৈঠকে যাওয়ার কথা ছিল জেলা সভাপতি রামকৃষ্ণ রায়ের ৷ কিন্তু বৈঠকে যোগ দিতে যাওয়ার আগেই বিক্ষোভের মুখে পড়েন বিজেপি জেলা সভাপতি ৷ জেলা সভাপতি রামকৃষ্ণ রায়ের দাবি, বিক্ষোভের ছক কষেছেন দলের প্রাক্তন জেলা সম্পাদক অনিল সিং ৷ যার জেরে তড়িঘড়ি নলহাটির বৈঠক বাতিল করা হয় ৷
advertisement
আজ সিউড়ির পাথর চাপুড়িতে জনসভা থেকে অনুব্রত মণ্ডল ৷ সেই জনসভা থেকেই বিজেপিকে তুলোধনা করেন তিনি ৷ নলহাটি, সিউড়িতে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বকে কটাক্ষ করেন অনুব্রত ৷ সেই ঘটনাকে কেন্দ্র করেই ফের বিজেপিকে পাঁচন দাওয়াই অনুব্রতর ৷ তিনি বলেন, ‘বিজেপি বাঁদরের দল ৷ বিজেপি দাঁত দেখাচ্ছে ৷ বিজেপিকে ভয় পাবেন না ৷ আমাদের উর্বর জমি আছে ৷ ভোটের আগে পাঁচন দিয়ে চাষ করে দেব ৷’
পাশাপাশি এদিন রামকৃষ্ণ রায়কেও একহাত নিলেন অনুব্রত ৷ তিনি বলেন, ‘বিজেপির বীরভূম জেলা রামকৃষ্ণ রায় অসুস্থ ৷ রামকৃষ্ণকে হাসপাতালে ভর্তি করা উচিত ৷’