TRENDING:

ভাইফোঁটায় একাকী অনুব্রত, কেউ দিল না ফোঁটা, মাংস না, নিরামিষ খেলেন কেষ্ট

Last Updated:

ভাইফোঁটায় একাকী অনুব্রত, কেউ দিল না ফোঁটা, মাংস না, নিরামিষ-ই খেলেন কেষ্ট। কী কী ছিউল মেনুতে? পড়ুন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আসানসোল: ভাইফোঁটা উপলক্ষে আসানসোল বিশেষ সংশোধনাগারে দুপুরের খাবারে ছিল স্পেশাল মেনু, যদিও নিরামিষ-ই খেলেন অনুব্রত মণ্ডল। বৃহস্পতিবার দুপুরের মেনুতে ছিল- ফ্রায়েড রাইস, মুরগির মাংস, রসগোল্লা। নিরামিষ বন্দিদের জন্য ছিল পনিরের সব্জি।
advertisement

জেল সূত্রে জানা গিয়েছে, প্রথমে ঠিক করা হয়েছিল, কালীপুজোর দিন এই মেনু হবে। কিন্তু অনেক বিচারাধীন বন্দি জানায়, তারা কালীপুজোতে উপোস রাখবে! তাদের আর্জি ছিল, ভাইফোঁটার দিন এই বিশেষ খাবারের আয়োজন করা হোক। তাদের আবদার মেনেই, ভাইফোঁটায় আসানসোল জেলে ছিল  স্পেশাল মেনু ।

আসানসোল সংশোধনাগারে রয়েছেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল! তবে তিনি আমিষ খাবার ছুঁয়ে দেখলেন না! আজ বৃহস্পতিবার, ফলে নিরামিষ খাবারই খেলেন কেষ্ট। তাঁর পাতে ছিল ফ্রায়েড রাইস, পনিরের তরকারি ও মিষ্টি। অন্যদিকে ভাইফোঁটার আমেজ ছিল জেলের ভিতর। মিষ্টি, পায়েশ, চন্দন নিয়ে অনেক বোনেরাই এদিন ভাইয়ের সঙ্গে দেখা করতে আসেন। ভাইয়ের দীর্ঘায়ু ও মঙ্গল কামনায় ফোঁটা দেন। কিন্তু অনুব্রত মণ্ডলকে এদিন কেউ-ই ভাইফোঁটা দিল না।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

অন্যদিকে, কিছুতেই দিল্লি গিয়ে তদন্তকারীদের মুখোমুখি হতে চাইছেন না অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডল।  আজ বৃহস্পতিবার তাঁকে দিল্লিতে ডেকে পাঠিয়েছিলেন ইডির আধিকারিকরা। কিন্তু সূত্রের খবর, ইডি-র তলব এড়িয়ে যাচ্ছেন সুকন্যা। তাঁর সম্পত্তি বিষয়ক বেশ কিছু প্রশ্নের উত্তর খুঁজছে ইডি। সূত্র মারফত জানা যাচ্ছে, অনুব্রত মণ্ডলের কন্যা তার বান্ধবীর চিকিৎসার জন্য বোলপুরের বাইরে রয়েছেন। তাই এবারও ইডি হাজিরা এড়াতে চলেছেন সুকন্যা। জানা গিয়েছে, ব্যক্তিগত কারণ দেখিয়ে ইডি-র কাছে আরও কিছুটা সময় চাইবেন অনুব্রত কন্যা। প্রসঙ্গত গরু পাচার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য দিল্লিতে ইডি সদর দফতরে ডেকে পাঠানো হয়েছিল সুকন্যাকে। আজ তাকে ডেকে পাঠানো হয়েছিল। কিন্তু সেই হাজিরা এড়িয়ে যাচ্ছেন তিনি।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ভাইফোঁটায় একাকী অনুব্রত, কেউ দিল না ফোঁটা, মাংস না, নিরামিষ খেলেন কেষ্ট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল