কী কনফিডেন্স! ভোট হওয়ার আগেই ফলঘোষণা। এটাই যেন অনুব্রত মণ্ডলের ইউএসপি।ভোটের আগে বিতর্কের ঝড়। তৃণমূলের বীরভূম জেলা সভাপতির নকুলদানা ও পাঁচন মন্তব্য নিয়ে কমিশনের শোকজ। কিন্তু, এমন মন্তব্য যেন অনুব্রত মণ্ডলের ট্রেডমার্ক।
বীরভূমিতে তৃণমূলের সেনাপতি যেন ক্যাপ্টেন কুল। অনুব্রতর এত কনফিডেন্স আসছে কোথা থেকে?
- দক্ষ সংগঠক হিসেবে বরাবরই দলে বাড়তি গুরুত্ব পান অনুব্রত মণ্ডল
advertisement
- তাই, বীরভূম ছাড়াও অনুব্রতর হাতে নদিয়া জেলার অতিরিক্ত দায়িত্ব তুলে দিয়েছে দল
- ঘনিষ্ঠ অসিত মালকে বোলপুর আসন থেকে জেতাতে সর্বশক্তি নিয়েই ঝাঁপিয়েছেন অনুব্রত
- বীরভূমে ২ বারের জয়ী শতাব্দী রায়কে জেতানোও অনুব্রত কাছে চ্যালেঞ্জ
তবে কাঁটাও রয়েছে।
- লাভপুর, সাঁইথিয়া, মহম্মদবাজার, ইলামবাজার, খয়রাশোল, নানুর-সহ কিছু জায়গায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব
- দুধকুমার মণ্ডলকে প্রার্থী করে বীরভূমে কিছুটা থাবা বসিয়েছে বিজেপি
জেলার দুই লোকসভা কেন্দ্রেই তৃণমূল, বাম ও বিজেপির ত্রিমুখী লড়াই। তবে, দলবদলের ঢলে বামশিবির যেন কিছুটা গৌণ বীরভূমে। অহরহ রণহুঙ্কার দিলেও, বিজেপির কাছে বড় মাথাব্যথা অনুব্রত মণ্ডলের উপস্থিতি।