অন্যদিকে, এদিন, শুক্রবার মেদিনীপুরে সামনে এল ভয়াবহ ঘটনা! নাবালিকা মেয়ের প্রেম মেনে নিতে পারেননি মা। তাই প্রেমিকের সঙ্গে পরিকল্পনা করে প্রেমের রাস্তা থেকে চিরদিনের মতো মাকেই সরিয়ে দিল মেয়ে ও তার প্রেমিক। প্রেমিকার দ্বারা তার মাকে খুন করার অভিযোগে গ্রেফতার প্রেমিক ও তার বাবা-মা। গ্রেফতার করা হয়েছে নাবালিকা প্রেমিকাকেও। ঘটনাটি ঘটেছে মেদিনীপুর কোতোয়ালী থানার অন্তর্গত পাটনা বাজার এলাকায়। পুলিশ ও মৃতার পরিবার সুত্রে জানা যায়, গত ১৫ ই এপ্রিল ১ লা বৈশাখের দিন মেদিনীপুর শহরের পাটনা বাজারের বাসিন্দা অংশুজিৎ দত্তের নাবালিকা মেয়ে তার মা অনিতা দত্তকে কোল্ড ড্রিঙ্কস খাওয়ানোর পর পরই অনিতা দেবী হৃদরোগে অচৈতন্য হয়ে পড়ে। এর পর পরিবার পরিজনেরা অনিতা দত্তকে তড়িঘড়ি মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। অনিতা দেবীর স্বামী-সহ পরিবার পরিজনেরা বুঝে উঠতে পারছিলেন না কিভাবে ঘটনাটি ঘটল। কারণ তখন পর্যন্ত অনিতা দেবীর পরিবারের কেউই টের পাননি নাবালিকা মেয়ে ও তার প্রেমিকের এই পরিকল্পনার বিষয়ে। হঠাৎ দিন কয়েক আগে নাবালিকা মেয়ের মোবাইল চ্যাট দেখে নাবালিকার বাবা-সহ পরিবার পরিজনেরা জানতে পারে, তাদের নাবালিকা মেয়ে তার প্রেমিক জিৎ আড্যর প্ররোচনা করে অনিতা দত্তকে কোল্ড ড্রিঙ্কস এর সঙ্গে কিছু মিশিয়ে খাইয়ে দেয়।
advertisement