তবে, পৌরসভা নির্বাচনের মুখেই এই ধরনের ঘটনা নিয়ে জল্পনা ছড়িয়েছে! এদিকে, এই মুহূর্তে বিজেপি'র শরিক দল ওয়াই. এস. আর কংগ্রেসের মন্ত্রী আপালা রাজু'র রামবাবু'র বাড়িতে যাওয়া নিয়ে যতটা না জল্পনা, তার থেকেও বেশি বিতর্ক তৈরি হয়েছে, তাঁর সঙ্গে তৃণমূল কংগ্রেসের বিদায়ী কাউন্সিলর তথা ১৫ নং ওয়ার্ডের কো-অর্ডিনেটর অঞ্জনা সাঁকরের উপস্থিতি ও ছবি তোলাকে কেন্দ্র করে! এ নিয়ে তাঁর কোন প্রতিক্রিয়া পাওয়া না গেলেও, তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক জহর পাল জানিয়েছেন, "অঞ্জনার কাছে এ নিয়ে জানতে চাইব, তিনি সেখানে গিয়েছিলেন কেন।"
advertisement
আরও পড়ুন: লক্ষ্য শিল্প স্থাপন, বাংলার জেলায় জেলায় বড় পদক্ষেপ রাজ্যের!
বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে, আপালা রাজু অন্ধ্রপ্রদেশের যে পালাসা বিধানসভা থেকে জয়ী হয়েছেন, রামবাবু'র স্ত্রী সেই বিধানসভা এলাকার বাসিন্দা ছিলেন। তাঁদের মধ্যে পূর্ব-পরিচিতির সূত্রেই রাজু রামবাবু'র বাড়িতে অনুষ্ঠিত একটি পূজা উপলক্ষে সৌজন্য সাক্ষাৎ করেছেন। রামবাবু'র ঘনিষ্ঠরাও পরোক্ষে তা স্বীকার করেছেন। অন্যদিকে, ওই পরিবারের সঙ্গে অঞ্জনা সাঁকরেরও পূর্ব ঘনিষ্ঠতা লক্ষ্য করা গেছে! বস্তুত অনেকেই মনে করিয়ে দিচ্ছেন, ২০১৫ সালে নাকি তৃণমূলের পতাকা হাতে দেখা গিয়েছিল রামবাবু'কে! এমনকি, অঞ্জনা'র জয়ে 'বিশেষ অবদান' ছিল বাসব রামবাবুরও।
আরও পড়ুন: এক ধাক্কায় তাপমাত্রা নামল ৩ ডিগ্রি, বঙ্গের শীত নিয়ে হাওয়া অফিসের জরুরি ঘোষণা
সামনে পুরভোট। পুরভোটের আগে বিজেপির শরিক দলের মন্ত্রী এক মাফিয়ার বাড়িতে যাওয়া নিয়ে শহরজুড়ে চর্চার বিষয় তৈরি হয়েছে। বিতর্কও দেখা দিয়েছে ।
---শঙ্কর রাই