পরিবার সূত্রে খবর, বাসুদেববাবু এক সময় মুম্বইতে কাজ করতেন। সেখান থেকে বাড়ি চলে আসেন তিনি। তারপরেই আনন্দপুরে ফুলের কাজের জন্য থাকতেন। ডিসেম্বরে শেষ বাড়ি আসেন। ফুলের কাজে চলে যান জানুয়ারির ২০ তারিখে। ফুলের কাজ করতেই আনন্দপুরে গিয়েছিলেন তিনি।
অগ্নিকাণ্ডের ঘটনার পরই নিখোঁজ হয় বাসুদেব বেরা। তার পরিবার জানতে পারে অগ্নিকাণ্ডের ঘটনার কথা। ফোনে যোগাযোগ করা হলে ফোন সুইচ অফ পান বাড়ির লোকজন। তারপর থেকেই চিন্তায় ভেঙে পড়েছেন তাঁরা। ডিএনএ পরীক্ষার জন্য বাসুদেববাবুর ছেলেকে ইতিমধ্যেই কলকাতায় ডেকে পাঠানো হয়েছে।
advertisement
নরেন্দ্রপুরের নাজিরাবাদে বিধ্বংসী আগুনে পুড়ে ছাই পাশাপাপাশি দু’টো গোডাউন! কোথায় কোথায় গাফিলতি? কেন আগুন? জানা যায়, গোডাউনে ঢোকার একটাই রাস্তা ছিল! গোডাউনে ছিল না অগ্নিনির্বাপন ব্যবস্থা। তা হলে দু’টি গোডাউনকে অনুমতি দিল কে? যত সময় এগোচ্ছে, তত বাড়ছে মৃতের সংখ্যা। নরেন্দ্রপুর থানার অন্তর্গত আনন্দপুরের গোডাউনে অগ্নিকাণ্ডে মৃত বেড়ে ১৬, নিখোঁজ একাধিক। ১৭ জনের পরিবারের তরফে নিখোঁজ ডায়েরি দায়ের হয়েছে থানায়। দু’টি গোডাউনে আগুনে পুড়ে মৃত্যুর সংখ্যা আরও বাড়ার আশঙ্কা।
