TRENDING:

ফের ব্রিজ বিপর্যয় ! ভেঙে পড়ল নির্মীয়মাণ ব্রিজ

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কাকদ্বীপ: ফের ভেঙে পড়ল ব্রিজ! পোস্তা, মাঝেরহাট, শিলিগুড়ির পর এবার কাকদ্বীপে। নির্মান কাজ চলাকালীনই হুড়মুড় করে ভেঙে পড়ল কাকদ্বীপের ব্রিজ।
advertisement

ঘটনাটি ঘটেছে আজ, সোমবার সকালে। কাকদ্বীপের কালনাগিনী নদীর উপর স্টিমার ঘাটের কাছে তৈরি করা হচ্ছিল ব্রিজটি। এ'দিন সকালে আচমকাই ভেঙে করে সেটি।

গ্রামবাসীদের অভিযোগ, কয়েকদিন আগে ব্রিজটিতে ফাটল ধরা পড়েছিল। প্রশাসনকে সে কথা জানানো হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। ঘটনাস্থলে পৌঁছেছেন প্রশাসনের কর্তারা। তাঁরা পুরি বিষয়টি খতিয়ে দেখছেন। জানা গিয়েছে, এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই।

advertisement

পোস্তা এবং শিলিগুড়িতেও একই ভাবে ভেঙে পড়েছিল নির্মীয়মাণ ব্রিজ ।  মৃত্যু হয়েছিল বহু মানুষের।  মাঝেরহাট ব্রিজ ভেঙে পরার স্মৃতি এখনও মানুষের মনে তরতাজা! ওই ঘটনায় মৃত্যু হয় তিনজনের। আহত হন বহু মানুষ। এরমধ্যেই ফের ব্রিজ বিপর্যয় ! রীতিমতো আতঙ্কে দিন কাটাচ্ছেন রাজ্যবাসী।

আরও পড়ুন-সোমবার সাতসকালে রেল অবরোধে ভোগান্তি নিত্যযাত্রীদের

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ফের ব্রিজ বিপর্যয় ! ভেঙে পড়ল নির্মীয়মাণ ব্রিজ