TRENDING:

স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে খুন স্বামী, স্ত্রী সহ গ্রেফতার ৩

Last Updated:

ধৃত তিন জনকে আজ তোলা হয়েছে দুর্গাপুর মহকুমা আদালতে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দুর্গাপুর: স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে খুন পাণ্ডবেশ্বরে কেন্দ্রা গ্রামের বাসিন্দা সঞ্জয় বাউরি । গ্রেফতার স্ত্রী সাধনা বাউরি, স্ত্রীর প্রেমিক বীরভূমের ভবানীগঞ্জ গ্রামের বাসিন্দা সূরজ বাউরি ও সহযোগী স্থানীয় যুবক রবি পাসোয়ান । পান্ডবেশ্বর থানায় খুনের অভিযোগ দায়ের করেছিল মৃতার দাদা সঞ্জীত বাউরি। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে খুনের কিনারা করল পাণ্ডবেশ্বর থানার পুলিশ ।
advertisement

বুধবার ২৬ সেপ্টেম্বর পান্ডবেশ্বর শ্যামলা এলাকায় অজয় নদীর চরে বালির মধ্যে উদ্ধার হয়েছিল অঙ্গাত পরিচয় এক যুবকের মৃতদেহ। মৃতদেহের ময়নাতদন্ত করা হয় আসানসোল জেলা হাসপাতালে।

মৃতদেহের হাতের উল্কি দেখে সঞ্জয়ের পরিবারের সদস্যরা বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর শনাক্ত করেছে মৃতদেহ । মৃত যুবক স্থানীয় একটি মোবাইলের দোকানে কাজ করত। শুক্রবার সঞ্জয়ের দাদা সঞ্জিত বাউরি পান্ডবেশ্বর থানার খুনের অভিযোগ দায়ের করেছেন।

advertisement

সঞ্জিতের অভিযোগ সঞ্জয়ের স্ত্রী ও তার প্রেমিক খুন করেছে তার ভাইকে। আরও অভিযোগ করেছেন সঞ্জয়ের স্ত্রী সাধনার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল বীরভূমের ভবানীগঞ্জের সূরজের । সাধনা সূরজকে মাসির ছেলে বলে পরিচয় দিত। মৃতদেহ উদ্ধারের চার দিন আগে থেকে নিখোঁজ ছিল সঞ্জয় বাউরি।

পুলিশি জেরায় জানা গেছে ঘটনার দিনসূরজ ও সঞ্জয় বাড়িতেই একসঙ্গে মদ্যপান করে। এরপর সঞ্জয়ের স্ত্রী সাধনা ও সূরজ দু'জনে মিলে সঞ্জয়কে শ্বাসরোধ করে খুন করেছে। মৃত্যু নিশ্চিত করতে সঞ্জয়ের মাথার পিছনের দিকে একটি গুলি করে সূরজের এক সহযোগী। এরপর চাদরে মুড়ে বাইকে করে অজয় নদের চরে পুঁতে দেয় সূরজ ও তার সহযোগী । এই কাজে সহযোগিতা করেছে যে দুই যুবক, তাদের মধ্যে রবি পাসোয়ান নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। আরও একজনের সন্ধান চালাচ্ছে পুলিশ। এখনও উদ্ধার হয়নি বাইক ও আগ্নেয়াস্ত্রটি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দেশের সংস্কৃতি-পরম্পরার অবিশ্বাস্য মেলবন্ধন! আইআইটি খড়গপুরে মন ভাল করা দৃশ্য
আরও দেখুন

ধৃত তিন জনকে আজ তোলা হয়েছে দুর্গাপুর মহকুমা আদালতে। ধৃত তিন জনকেই নিজেদের হেফাজতে রাখার আবেদন জানিয়েছে পান্ডবেশ্বর থানার পুলিশ।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে খুন স্বামী, স্ত্রী সহ গ্রেফতার ৩