বোমায় আহত পৌলমী ও তার পরিবারের সঙ্গে দেখা করেছিল " সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি "-র প্রতিনিধি দল । পৌলমী ও তার পরিবারের সঙ্গে দেখা করে আর্থিক সাহায্য করে প্রতিনিধি দল ৷
নতুন ব্যাঙ্ক এ্যাকাউন্ট খুলে চাঁদা সংগ্রহ করে পৌলমীর ক্ষতিগ্রস্থ হাতের চিকিৎসার জন্য আরও আর্থিক সাহায্য করবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল ঐ সংগঠন | উত্তর ২৪ পরগনার হাড়োয়ার গোপালপুরে পৌলমীর বাড়ি ৷
advertisement
চিকিৎসার পরে জীবন ফিরে পেলেও তার বাঁ হাতটি হারান তিনি | সেই ক্ষতিগ্রস্থ হাতের চিকিৎসার জন্যই এগিয়ে এসেছে " সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি " I তবে সুস্থ হয়ে ওঠার আনন্দে আজ মেতেছে পৌলমীর পরিবার ৷ তবে পুরোপুরি সুস্থ নয় পৌলমী এখনও চিকিৎসকদের পরামর্শে থাকতে হবে তাঁকে ৷ পৌলমীর সুস্থ হওয়াটাই পরিবারের কাছে চরম প্রাপ্তির ৷
আরও পড়ুন : ৬ মাসের শিশুকে নিয়ে হাওড়া ব্রিজ থেকে গঙ্গায় আত্মহত্যার প্রচেষ্টা এক মহিলার