মঙ্গলকোটের কুরুম্বা গ্রামে বিদ্যুতের হাইটেনশন লাইনের তার ছিঁড়ে দু'টি পোলট্রি ফার্মে আগুন লেগে আড়াই হাজার মুরগি পুড়ে গিয়েছে। ভোরে আগুন লাগার ঘটনা ঘটে। পরে দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন আয়ত্তে আনে। ততক্ষণে পুড়ে খাক হয়ে যায় দু'টি পোলট্রি ফার্ম। লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ফার্ম মালিকের। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
advertisement
আরও পড়ুন : ফের গ্যাসের ভর্তুকির নামে প্রতারণা! তিন অ্যাকাউন্ট থেকে মোট উধাও সাড়ে ৪ লাখ
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলকোট ব্লকের কুরুম্বা গ্রামের বাসিন্দা শেখ মনো নামে এক যুবক কয়েক বছর ধরে পোলট্রি ফার্ম চালিয়ে আসছিলেন। গ্রামের পাশের মাঠে নিজেদের জমিতে তাঁর পাশাপাশি দুটি পোলট্রি ফার্ম ছিল। পোলট্রি ফার্মের ওপর দিয়ে গিয়েছে হাইটেনশন লাইনের বিদ্যুৎ তার। ওই তারে শর্ট সার্কিট হয়ে হাইটেনশন লাইনের তার ছিঁড়ে ফার্মের চালের ওপর পড়ে যায়। সঙ্গে সঙ্গে খড়ের চালে দাউদাউ করে আগুন ধরে যায়। জ্বলতে থাকে পাশাপাশি দু'টি ফার্ম। দু'টি ফার্মে আড়াই হাজার মুরগি ছিল বলে দাবি ফার্ম মালিকের। সব পুড়ে মারা যায়। ফার্মের মালিক শেখ মনো বলেন, আগে অনেকবার হাইটেনশন লাইনের তার ছিঁড়ে পড়েছে। অনেক বার আমি বিদ্যুৎ দপ্তরে জানিয়েছি। তারে প্রোটেকশন কভার দেওয়ার জন্য বলেছিলাম। কিন্তু বিদ্যুৎ দপ্তর কোনও ব্যবস্থা নেয়নি। ওই তার ছিঁড়ে পড়ায় আগুন ধরে যায়। আগুনে পুড়ে সমস্ত মুরগি মারা গিয়েছে।
আরও পড়ুন : মর্মান্তিক! ক্যারাম খেলার আসরে ছেলেকে মারধর! বাঁধা দিতে গিয়ে প্রাণ হারালেন বাবা
ইতিমধ্যেই এ ব্যাপারে ক্ষতিপূরণ দাবি করেছেন ওই পোলট্রি ফার্ম মালিক। কিভাবে দুর্ঘটনা ঘটলো তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে বিদ্যুৎ দপ্তর। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ভোরের দিকে এই ঘটনা ঘটায় বিষয়টি জানাজানি হতে কিছুটা সময় চলে যায়। ততক্ষণে খড়ের আগুন ফার্ম দুটিতে ছড়িয়ে পড়ে। স্থানীয়দের পক্ষে সেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। তখন মুরগিগুলি বের করা সম্ভব ছিল না।