ভরা জোয়ারের পাশাপাশি বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনাও রয়েছে। যার জেরে হালকা থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে ৷ পাশাপাশি ভরা জোয়ারের জেরে শনিবার রাত থেকেই ঝোড়ো হাওয়া বইছে সমুদ্রে ৷ যার জেরে গতকাল গভীপ রাত থেকেই ফুলে উঠছে জল। তাই উত্তাল পরিস্থিতিতে আগামী ২৪ ঘন্টা মত্স্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। রবিবারের মধ্যে মৎসজীবীদের গভীর সমুদ্র থেকে ফিরে আসতে নির্দেশ। মৎসজীবীদের ১৩-১৫ সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা আবহাওয়া দপ্তরের।
advertisement
একইসঙ্গে পর্যটকদের উপরও জারি হয়েছে নিষেধাজ্ঞা ৷ রবিবার ছুটির দিনে ভিড় উপচে পড়েছে দিঘা, মন্দারমনিতে ৷ কিন্তু ভরা জোয়ারের জেরে উত্তাল থাকবে সমুদ্র ৷ এতে প্রাণহানির আশঙ্কা রয়েছে ৷ ফলে পর্যটকদের সমুদ্র স্নানের উপর জারি হয়েছে নিষেধাজ্ঞা ৷ পাশাপাশি উপকূলরক্ষী বাহিনীকেও সতর্ক করা হয়েছে ৷