TRENDING:

Alcohol: কোটি কোটি টাকা উড়ল মদে! বছর শুরুতেই রেকর্ড গড়ল মেদিনীপুর! জানুন

Last Updated:

Alcohol: কোটি কোটি টাকা উড়ল জেলায়! মদ আর মদ! জানুন যা ঘটল

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্ব মেদিনীপুর: বিভিন্ন ফেস্টিভাল সিজনে পূর্ব মেদিনীপুর জেলায় রেকর্ড সংখ্যক পরিমান মদ বিক্রি বর্তমানে ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। কিন্তু নতুন বছরের শুরুতে উলট পূরণ পূর্ব মেদিনীপুর জেলায়। বছরের শুরুতে বর্ষবরণের উচ্ছ্বাসে মদ বিক্রিতে অন্যান্য জেলা থেকে অনেকটা এগিয়ে থাকলেও কমেছে মদ বিক্রির পরিমাণ। ২০২৩ এর ২৪ এবং ২৫ ডিসেম্বর জেলায় রেকর্ড পরিমাণ টাকার মদ বিক্রি হয়েছিল। সেই তুলনায় অনেকটাই কমলো ৩১ ডিসেম্বর এবং ১ জানুয়ারি। নতুন বছরের প্রারম্ভে সামান্য কমলেও মদ বিক্রিতে প্রথম স্থান পূর্ব মেদিনীপুর জেলারই।
advertisement

২৫ ডিসেম্বরে জেলায় মদ বিক্রির টাকার অংক ৪ কোটি ৬২ লাখ ৭৭ হাজার ৬৪৮ টাকার। কিন্তু, নিউ ইয়ার ইভ এবং নিউ ইয়ারের ছবিটা কিছুটা আলাদা। প্রতিবছর এই দুটো দিন বাড়তি ব্যবসার আশা করে থাকেন ব্যবসায়ীদের পাশাপাশি আবগারী দফতরের কর্মীরা কারণ, অনেকেই টানা দুই দিন ছুটি পেয়ে থাকেন। কিন্তু, চলতি বছর পূর্ব মেদিনীপুরে যেন উলট পূরণ। সেখানে ৩১ ডিসেম্বর অর্থাৎ বছরের শেষ দিনে মদ বিক্রি হয়েছে ৪ কোটি ৬১ লাখ ৯ হাজার ৯৩১ টাকার। এর মধ্যে দেশি মদ ছিল ৬৮ হাজার ৩৪৭.৮৬ ব্যারল লিটার এবং বিদেশি মদ ছিল ৪৯ হাজার ৮৭.০৫ ব্যারল লিটার। বিয়ার বিক্রি হয়েছে ২৪ হাজার ৬৭৬.৯৩ ব্যারল লিটার।

advertisement

আরও পড়ুন: প্রস্রাবের রং হলুদ? জল খেয়েও লাভ হচ্ছে না? এই জটিল রোগে ভুগছেন না তো? জানুন

অন্যদিকে ২০২৪ সালের স্বরূপ দিন ই জেলায় মত বিক্রির পরিমাণ আরও কিছুটা কমেছে। ১ জানুয়ারি পূর্ব মেদিনীপুরে মদ বিক্রি হয়েছে ৪ কোটি ২৮ লাখ ৫৫ হাজার ৩৩৭ টাকার। এদিন জেলাজুড়ে ২৮১টি দোকান খোলা ছিল। তাতে দেশি মদ বিক্রি হয়েছে ৬৫ হাজার ৩১৩.২২ ব্যারল লিটার এবং বিদেশি মদ বিক্রি হয়েছে ৪৬ হাজার ৯৮.৮২ ব্যারল লিটার। ঐদিন বিয়ার বিক্রি হয়েছে ২৪ হাজার ৩৮৭.৬৫ ব্যারল লিটার। পূর্ব মেদিনীপুর জেলায় দুর্গাপূজা থেকে কালীপূজা বড়দিনের ছুটি কিংবা নতুন বছর যে কোন ফেস্টিভালে মদ বিক্রির পরিমাণ রেকর্ড সংখ্যক।

advertisement

View More

আরও পড়ুন: এই ভুল করলেই আপনার স্বপ্নের বাড়ি হয়ে যেতে পারে ভাড়াটিয়ার! কীভাবে জানেন? দখল হওয়ার আগে সাবধান

পূর্ব মেদিনীপুর জেলায় দিঘা মন্দারমনি তাজপুর সহ একাধিক সমুদ্র পর্যটন কেন্দ্রের পাশাপাশি বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলিতে ফেস্টিভাল সিজনে প্রচুর টুরিষ্ট আসেন। যার ফলে পূর্ব মেদিনীপুর জেলায় মদ বিক্রির পরিমাণ প্রতিটি রেকর্ড সংখ্যক। তবে মদ বিক্রিতে চলতি বছরের শুরুটা কিছুটা হলেও উল্টো পথে হাঁটল। আর মদ বিক্রি সামান্য পরিমাণ কম হওয়ায় খুশী জেলার শিক্ষা মহল।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বাজারে ব্যাপক চাহিদা, তবুও মাথায় হাত! পান চাষ করে কেন সমস্যায় চাষিরা?
আরও দেখুন

সৈকত শী

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Alcohol: কোটি কোটি টাকা উড়ল মদে! বছর শুরুতেই রেকর্ড গড়ল মেদিনীপুর! জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল