আরও পড়ুন: ১০ দিনেও টাকা গোনা শেষ হয়নি, দেশের সবচেয়ে বড় IT Raid! কত কোটি উদ্ধার হয় জানেন?
পাশাপাশি নারী নির্যাতন নিয়ে কড়া আইন চেয়ে আগেও সওয়াল করেছিলেন অভিষেক। এদিনও সেই প্রসঙ্গ তুলে বলেন, “সামাজিক এই অপরাধকে সরাতে হলে একমাত্র উপায় আইন। রাজ্য সরকার বিল করেছে। কিন্তু দু’মাস ধরে রাষ্ট্রপতির কাছে এর উচ্চবাচ্য নেই। ধর্ষণ ছাড়াও, অ্যাসিড আক্রান্তদের জন্যেও কড়া বিধান রাখা আছে। কেন্দ্রীয় সরকার চাইলে এটা আইনে পরিণত করতেই পারে”।
advertisement
এই প্রসঙ্গে বিজেপিকে বিঁধতেও ছাড়েননি অভিষেক, “কেন্দ্রীয় সরকার আইন আনুক। তৃণমূল কংগ্রেস সাংসদরা ভোট দেবে। কিন্তু আপনারা আইন আনতে পারবেন না। কারণ আপনাদের দলেই ওরা বেশি করে আছে”।
পাশাপাশি চিকিৎসক হেনস্থা রুখতে এদিন আমতলায় ১০ সদস্যের প্রায়োরিটি কমিটি গঠন করেন অভিষেক। একটি হেল্প লাইন নম্বরও চালু করেন তৃণমূলের সাধারণ সম্পাদক (৭৮৮৭৭৭৮৮৭৭)।