গত সপ্তাহে পাহাড়ে একটানা বৃষ্টিতে নাগর ও কুলিক নদীর জল বেড়ে যায়। জল ঢুকে রায়গঞ্জ ব্লকের জগদীশপুর, শীতগ্রাম, বাহিন, ও গৌরী গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা প্লাবিত। মাঠের ধান মাঠেই নষ্ট হচ্ছে। খেতের পর খেত পাট গাছ কালো হয়ে পচে গিয়েছে। চরম সমস্যায় কৃষকরা।
বিষয়টি কৃষি দফতর ও ব্লক প্রশাসনের নজরে এনেছে স্থানীয় পঞ্চায়েত। প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ প্রায় আঠারো কোটি টাকা। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে সমীক্ষার কাজ শুরু করেছেন জেলা কৃষি দফতরের আধিকারিকরা।
advertisement
গত কয়েক বছরে এবার-ই কৃষকদের ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি। ক্ষতিপূরণের দাবি জোরদার হচ্ছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 26, 2019 11:49 AM IST