TRENDING:

ড্রোন দিয়ে ধান চাষ করবেন বাংলার চাষিরা! কবে থেকে দেখুন

Last Updated:

কৃষকদের চোখের সামনে ভেসে উঠল ভবিষ্যতের কৃষি কাজের নিদর্শন। প্রযুক্তির সাহায্য নিলে কৃষিকাজ যে এত সহজ ও সাবলীল হয়ে উঠতে পারে তা যেন বিশ্বাসই হচ্ছিল না কৃষকদের

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দুর্গাপুর, পশ্চিম বর্ধমান, অর্পণ চক্রবর্তী: বাংলার কৃষি কাজের ড্রোনের ব্যবহার। এবার থেকে ড্রোন দিয়ে ধান চাষ করবেন কৃষকরা! কাঁকসার কৃষি বিভাগের উদ্যোগে এমনই অত্যাধুনিক বন্দোবস্ত দেখা গেল। আকাশে উড়ছে ড্রোন। নিচে ধানের সবুজ মাঠে মুহূর্তে ছড়িয়ে পড়ছে স্প্রে।
কৃষিকাজে ড্রোনের ব্যবহার
কৃষিকাজে ড্রোনের ব্যবহার
advertisement

এইভাবেই কৃষকদের চোখের সামনে ভেসে উঠল ভবিষ্যতের কৃষি কাজের নিদর্শন। প্রযুক্তির সাহায্য নিলে কৃষিকাজ যে এত সহজ ও সাবলীল হয়ে উঠতে পারে তা যেন বিশ্বাসই হচ্ছিল না কৃষকদের। এত সহজে চাষের কাজ করা যায় তা আগে কল্পনাও করতে পারেননি তাঁরা।

আরও পড়ুন: পুজোয় প্রচুর অর্ডার, তবুও হাসি নেই বাটিক শিল্পীদের!

advertisement

ধান চাষে নতুন দিগন্ত খুলে দিচ্ছে কৃষি দফতর। সাত লক্ষ টাকা মূল্যের এই ড্রোন কৃষকদের দেওয়া হচ্ছে ভর্তুকি সহ। যে কোন‌ও কৃষক ফার্মিং ড্রোন কেনার ক্ষেত্রে ৮০%, ৬০% বা ৪০% ভর্তুকি পেতে পারেন। ১০ লিটার ধারণক্ষমতার এই ড্রোন মাত্র কয়েক মিনিটেই বিস্তীর্ণ জমিতে ওষুধ স্প্রে করতে পারে।

আরও পড়ুন: নেইল আর্টের পুজোর ট্রেন্ডে গা ভাসান, দেখুন কী কী চলছে

advertisement

মঙ্গলবার দুপুরে কাঁকসার বিদবিহার গ্রাম পঞ্চায়েতের ফুলঝুড়ি এলাকায় কৃষি দফতরের আত্মা প্রকল্পের অধীনে কৃষকদের এই ড্রোন প্রযুক্তি ব্যবহার দেখানো হয়। কৃষি কাজে প্রযুক্তির সাহায্যে কীভাবে অনেক কম সময়ে ড্রোনের মাধ্যমে একরের পর একর জমি চাষ করে ফেলা সম্ভব সেটি দেখানো হয়। এর ফলে সার বা প্রয়োজনীয় কীটনাশক অনেক কম সময়ে নিখুঁতভাবে গোটা জমিতে ছড়িয়ে দেওয়া সম্ভব।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ড্রোন দিয়ে ধান চাষ করবেন বাংলার চাষিরা! কবে থেকে দেখুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল