সোমবার পূর্ব বর্ধমানের ভাতারে এই বোমা থাকার বিষয়টি জানাজানি হয়। ভাতারের কালুত্তক গ্রামে কবর স্থানের পাশে এই বোমা পাওয়া গিয়েছে। ঝোপের মধ্যে প্লাস্টিকের পাত্রে রাখা রয়েছে বোমাগুলি। খবর পেয়ে ভাতার থানার পুলিশ গিয়ে এলাকা ঘিরে রেখেছে। খবর দেওয়া হয়েছে সিআইডির বোম্ব ডিসপোজাল স্কোয়াডে। আগামীকাল তারা এসে বোমাগুলি নিষ্ক্রিয় করবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। কে বা কারা বোমাগুলি মজুত করেছিল, তা খতিয়ে দেখছে ভাতার থানার পুলিশ।
advertisement
এলাকার বাসিন্দারা বলছেন, ভোটের আগে বিভিন্ন এলাকা থেকে বোমা উদ্ধার হয়। কিন্তু এখন তো ভোট অনেক দেরি। কারা কেন এই বোমা মজুত করেছে তা খতিয়ে দেখুক পুলিশ। জানা গিয়েছে, এদিন কবর স্থানের পাশে ঝোপের মধ্যে প্লাস্টিকের জার দেখে এক ব্যক্তির সন্দেহ হয়। তিনি কাছে গিয়ে দেখেন ওই পাত্রের মধ্যে বোমা রাখা রয়েছে। সেই খবর কিছুক্ষণের মধ্যেই গ্রামে ছড়িয়ে পড়ে। উৎসাহী অনেকেই সেখানে ভিড় করে। খবর পেয়ে ভাতার থানার পুলিশ সেখানে পৌঁছায়। পুলিশ এলাকা ঘিরে রেখেছে।
ভাতার থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই পাত্রে বোমা রয়েছে বলে আশঙ্কা করছেন এলাকার বাসিন্দারা। তাই যাতে বোমা ফেটে বিপদ না ঘটে তা নিশ্চিত করতে ওই এলাকা ঘিরে রাখা হয়েছে। পাশাপাশি সিআইডির রোম্ব ডিসপোজাল স্কোয়াডে খবর দেওয়া হয়েছে। তারা এসে বিষয়টি খতিয়ে দেখবে। ওই পাত্রে কতগুলি বোমা রয়েছে তা জানা যায়নি। তবে কারা কোন উদ্দেশ্যে সেখানে বোমা মজুত করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। এলাকায় আর কোথাও বোমা মজুত রয়েছে কিনা তাও তদন্ত করে দেখা হচ্ছে।