#সিউড়ী: সাত সকালে বীরভূমের সিউড়ীর বিদ্যাসাগর কলেজের পাশের এটিএম থেকে টাকা তুলতে গিয়ে অবাক গ্রাহক।
প্রত্যক্ষদর্শীরা দেখেন, ভাঙা অবস্থায় পড়ে রয়েছে এটিএম। ঘটনার কথা জানতে পেরে এটিএমের সামনে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা। স্থানীয়রা বুঝতে পারেন এটিএম ভেঙ্গে টাকা লুঠের চেষ্টা হয়েছে গভীর রাতে। ঘটনার খবর দেওয়া হয় সিউড়ী থানার পুলিশকে। পুলিশ এসে ঘটনা তদন্ত শুরু করেছে।
advertisement
তবে, এটাই প্রথম নয়। এর আগেও ওই একই এটিএম ভেঙে লুটের চেষ্টা হয়েছিল বছরখানেক আগে। শুধু এই মেশিন থেকে নয়, গত পাঁচ বছরে বীরভূম জেলার দশটিরও বেশি এটিএম লুঠের চেষ্টা হয়েছে। কয়েকটি ক্ষেত্রে দুষ্কৃতীরা ধরা পড়লেও বাকিগুলোতে দুষ্কৃতীদের চিহ্নিত করা যায়নি। তারপর থেকে এটিএমগুলিতে রাত্রিবেলায় নজরদারি বাড়িয়ে ছিল সিউড়ী থানার-সহ বীরভূমের বিভিন্ন থানা এলাকার পুলিশ। কিন্তু কয়েকদিন পর সেই যে কে সেই। আজ নতুন করে এটিএম লুঠের চেষ্টা প্রমাণ করল ওই ঘটনায় দুষ্কৃতীদের কোনও হেলদোল হয়নি। ওই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কর্মীরা বিকালে এসে সিসিটিভি পরীক্ষা করবেন যদি দুষ্কৃতীদের ছবি সিসিটিভি ক্যামেরার মধ্যে এসে থাকে তাহলে তা পুলিশের তুলে দেওয়া হবে তদন্তের জন্য।
