কিছুক্ষণের মধ্যেই চিত্রক প্রামানিক, সুমন্ত দাস ও ইমন ধাড়া এলাকায় পৌঁছায় এবং ছানাটিকে মায়ের কাছে ফেরানোই ছিল তাদের প্রধান লক্ষ্য। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর তাঁরা এলাকার বাসিন্দা মুক্ত মান্নার বাড়িতে একটি জ্বালানির স্তুপে বন বিড়াল থাকার প্রমাণ পান। কিন্তু দিনের বেলা এই কাজ সম্ভব নয় এবং এলাকার মানুষের সাহায্য প্রয়োজন। সন্ধ্যা নামার পর এলাকার মানুষ চুপচাপ ছিলেন এবং সবাই সহযোগিতা করেন। চিত্রক, সুমন্ত ও ইমন ছানাটিকে নিয়ে নির্দিষ্ট স্থানে রেখে দূর থেকে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে থাকেন। ঘন্টাখানেক পর অবশেষে মা বনবিড়াল আসে এবং ছানা টিকে নিয়ে আবার জঙ্গলে ফিরে যায়।
advertisement
আরও পড়ুন: শীত তাই নিশ্চিন্ত, কিন্তু সত্যিই কী সাপের হানা হয় না, সাবধানে থাকুন
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই বছরের শুরুতে জানুয়ারি মাসেও হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের সদস্য চিত্রক, সুমন্ত, ইমন ও রঘুনাথ মায়ের থেকে আলাদা হয়ে যাওয়া দুটো বাঘরোল ছানাকেও প্রায় ছয় ঘন্টার চেষ্টায় তাদের মায়ের কাছে পুনরায় ফিরিয়ে দেয়। বন্যপ্রাণ সংরক্ষণকারী চিত্রক প্রামানিক বলেন, সুস্থ বন্যপ্রাণীকে এলাকা থেকে দূরে সরানো পরিবেশের পক্ষে ক্ষতিকর। যেকোনো বন্যপ্রাণকে তাদের নিজের এলাকায় রাখলে তবেই এলাকার বাস্তুতন্ত্রের ভারসাম্য ঠিক থাকবে।
রাকেশ মাইতি





