বর্ধমানের রমনাবাগান মিনি জু এর ভিতরে হায়নার সদ্যোজাত পাঁচ দিনের একটি বাচ্চার মৃত্যু হয়েছে বলে বনবিভাগ সূত্রে জানা গিয়েছে। বর্ধমান বিভাগীয় বনাধিকারীক সঞ্চিতা শর্মা জানিয়েছেন, পাঁচ দিন আগে রমনাবাগান জু-তে হায়নার দুটি বাচ্চা হয়েছিল। তার মধ্যে একটি বাচ্চার জন্মের পর থেকে কিছু শারীরিক সমস্যার লক্ষ্য করেছিলেন চিকিৎসক। সেইমত বাচ্চাটিকে প্রাথমিকভাবে ইনকিউবেটর যন্ত্রে রাখার ব্যবস্থা করা হয়েছিল। তার মধ্যেই নির্দিষ্ট সময় অন্তর খাওয়ানোর চেষ্টা করা হচ্ছিল। কিন্তু অত্যধিক শীতের কারণে, এবং জন্মগত শারীরিক সমস্যা তৈরি হওয়ায় বাচ্চাটিকে বাঁচানোর সমস্ত চেষ্টা ব্যর্থ হয়। যদিও আরেকটি বাচ্চা সুস্থ, স্বাভাবিক অবস্থায় ইতিমধ্যেই মা হায়নার বুকের দুধ খেতে শুরু করেছে। এই প্রসঙ্গে তিনি আরও বলেন, “আমরা মা ও বাচ্চাটির শারীরিক অবস্থার দিকে ২৪ ঘণ্টা নজরদারি রেখেছি।”
advertisement
বর্ধমান রমনাবাগান জু-তে চিতাবাঘ, ভল্লুক, কুমীর, বিভিন্ন ধরনের পাখি, হরিণের পাশাপাশি হায়না অন্যতম আকর্ষণ। এই চিড়িয়াখানায় দুটি হায়না রয়েছে। একটি স্ত্রী ও একটি পুরুষ। সপ্তাহ খানেক আগে মা হায়নাটি দুটি শিশুর জন্ম দেয়। তার মধ্যে একটি কিছুটা অসুস্থ বুঝেই তাকে ইনকিউবেটরে রাখার ব্যবস্থা করেছিলেন পশুদের দেখভালের দায়িত্বে থাকা চিকিৎসক। সেই সঙ্গে সর্বক্ষণ দেখভালের ব্যবস্থাও করা হয়েছিল। কিন্তু তাতেও শেষ রক্ষা হল না। জন্মের। পাঁচদিন পর মৃত্যু হল এই সদ্যোজাত হায়নাটি। তবে অপর সদ্যোজাত হায়নাটি ভালো আছে। সে মায়ের দুধ খাওয়াও শুরু করেছে।
তবে মা ও সদ্যোজাত হায়নাটিকে এখনই দর্শকদের সামনে আনা হচ্ছে না। সদ্যোজাত হায়নাটি আরও একটু বড় ও হাঁটাচলায় সক্ষম হয়ে উঠলে তবেই তাকে জনসমক্ষে আনা হবে বলে বন দফতর সূত্রে জানা গিয়েছে।
