তা সত্ত্বেও কাকদ্বীপ ও নামখানার তিনশোরও বেশি ট্রলার সতর্কবাণী উপেক্ষা করে পাড়ি দিয়েছিল গভীর সমুদ্রে। গত ৬ জুলাই পশ্চিমী হাওয়া ও প্রবল ঢেউয়ের মধ্যে পরে ট্রলারগুলি বেশিরভাগই বাংলাদেশের দিকে চলে যেতে বাধ্য হয়। বেশ কিছু ট্রলার ভারতে ফিরে আসতে সক্ষম হয়। প্রবল ঢেউয়ের মধ্যে পড়ে মোট চারটি ট্রলার ডুবে যায় । চারটি ট্রলারে মধ্যে প্রথমে এফ বি বাবাজি ও এফ বি জয় যগিরাজ ট্রলারে মোট ৩০ জন মৎস্যজীবীদের উদ্ধার করা সম্ভব হয়। পরে আরও দু’টি ট্রলার এফ বি নয়ন ও এফ বি দশভুজা ট্রলারে ৩০ জন মৎস্যজীবীর মধ্যে ৭ জনকে উদ্ধার করা গেলেও এখনও নিখোঁজ রয়েছে আরও ২৩ জন মৎস্যজীবী। গতকাল আবহাওয়া ভাল থাকায় বাংলাদেশ থেকে ট্রলারগুলি রওনা দেয় ভারতের উদ্দেশ্যে। আজকে এই ৩২টি ট্রলারকে কাকদ্বীপ মৎস্য বন্দরে আনা হচ্ছে।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 17, 2019 4:15 PM IST