মুর্শিদাবাদের কুলি থেকে বর্ধমানের ফুটিসাঁকো পর্যন্ত হলদিয়া ফরাক্কা রাজ্য সড়ক দীর্ঘদিন ধরে খানাখন্দে ভর্তি। প্রতিদিনই দুর্ঘটনা লেগে আছে এই বেহাল রাস্তার জন্য। আর এই রাস্তা সংস্কারের দাবিতে কুলি চৌরাস্তা মোড় থেকে মাঠ পর্যন্ত পায়ে হেঁটে পদযাত্রা করেন অধীর চৌধুরী। নামেই বাদশাহী রোড কিছু বেহাল দশায় পড়ে রয়েছে এই রাস্তা।
আরও পড়ুন: নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামছাড়া মূল্যবৃদ্ধি কমাতে আজ জরুরি বৈঠকে মুখ্যমন্ত্রী
advertisement
উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগের অন্যতম রাস্তা হলদিয়া ফরাক্কা রাজ্য সড়ক। কিন্তু মুর্শিদাবাদের কুলি থেকে বর্ধমানের ফুটিসাঁকো পর্যন্ত এই হলদিয়া ফরাক্কা রাজ্য সড়কের বেহাল দশা। পিচ উঠে, ইট বেরিয়ে কঙ্কাল সার অবস্থা এই বাদশাহী রোডের। মাঝে মাঝে তৈরি হয়েছে বড় বড় গর্ত। যার কারণে চরম সমস্যায় নিত্যযাত্রী থেকে পথচলতি সাধারণ মানুষে।
এই রাস্তা সংস্কারের দাবিতে বার বার আন্দোলনে নামেলও কোনও সুরাহা হয়নি। কোনও হেলদোল নেই প্রশাসনের। এই হলদিয়া ফরাক্কা রাজ্য সড়ক সংস্কারের দাবিতে রাস্তার নামলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। আর এই রাস্তা সংস্কারের দাবিতে বুলি চৌরাস্তা মোড় থেকে মাঠ পর্যন্ত পায়ে হেঁটে পদযাত্রা করেন অধীর চৌধুরী।
আরও পড়ুন: মাকে খুন করে গায়ে আগুন ধরিয়ে দিল ছেলে! ভয়ঙ্কর ঘটনা গোসাবায়
এ দিনের পদযাত্রায় এই রাস্তা সংস্কারে রাজ্য সরকারের গাফিলতির অভিযোগ তুলে তীব্র ক্ষোভ প্রকাশ করেন অধীর চৌধুরী। তিনি বলেন, 'চার বছর ধরে এই বেহাল দশায় পড়ে রয়েছে। এই রাস্তা মুর্শিদাবাদ জেলার লাইফলাইন। মুর্শিদাবাদ জেলার সঙ্গে শুধু বর্ধমান নয়, গোটা উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগের লাইফলাইন এই রাস্তা। কিন্তু এই রাস্তা চলাচলের অযোগ্য। এই রাস্তা দিয়ে একাধিক রোগীকে বর্ধমান মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হচ্ছে। রাজ্য সরকার কয়েক কোটি টাকা বরাদ্দ করলেই এই রাস্তা সংস্কার করা হবে। আর এই রাস্তা সংস্কার না করা হলে আমরা আরও বৃহত্তর আন্দোলনে নামব। আমরা পথ অবরোধ করব। কিন্তু রাস্তা সংস্কার করতেই হবে।'
যদিও মুর্শিদাবাদ জেলা প্রশানের দাবি, এই রাস্তা সংস্কারের কাজ খুব শীঘ্রই শুরু হয়ে যাবে। তার জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।