আরও পড়ুনঃ জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা! প্রাণ হারালেন ভারত সেবা সংঘের মহারাজ-সহ ২! আহত ৫
সাত সকালে ভয়াবহ পথ দুর্ঘটনা হাওড়ায়। বাগনানের কাছে জাতীয় সড়কে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ভারত সেবাশ্রম সংঘের এক সন্ন্যাসী ও এক সেবকের। আহত হয়েছেন আরও পাঁচ জন সেবক। সোমবার সকাল সাড়ে ৬টা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে। কলকাতার বালিগঞ্জের ভারত সেবাশ্রম সংঘের প্রধান কার্যালয় থেকে জানানো হয়েছে, ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী স্বামী শুভঙ্করানন্দ মহারাজ (৫৫) ও সেবক বাসুদেবের (৬০) মৃত্যু হয়েছে। গুরুতর জখম হয়েছেন স্বামী অমরানন্দ মহারাজ। খবর পেয়ে মহিষাদল ভারত সেবাশ্রম আশ্রমের মহারাজ-সহ অন্যান্যরাও হাসপাতালে গিয়েছেন।
advertisement
মহিষাদল আশ্রমের গৌতম মহারাজ জানান, ‘বাসন্তী পুজোর প্রস্তুতি খতিয়ে দেখতেই কলকাতা থেকে মহারাজ এবং সেবকরা আসছিলেন। আসার পথে ভয়ংকর দুর্ঘটনা এবং মর্মান্তিক মৃত্যু। গাড়ির চালক ঘুমিয়ে পড়ার কারণেই এই দুর্ঘটনা বলে গৌতম মহারাজ জানান।
জানা গিয়েছে, গাড়িটি কলকাতার গড়িয়ার ভারত সেবাশ্রম সংঘের একটি আশ্রম থেকে পূর্ব মেদিনীপুরের মহিষাদলের দিকে যাচ্ছিল। হাওড়ার বাগনান লাইব্রেরি মোড়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উল্টো দিকের লেনে ঢুকে পড়ে। সেই সময় উল্টো দিক থেকে আসা বালি বোঝাই লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। তাতেই মৃত্যু হয় ওই সন্ন্যাসী এবং সেবকের।
পাশাপাশি ওই গাড়িতে থাকা অন্য একজন সন্ন্যাসীর মাথায় গুরুতর চোট লেগেছে। গাড়ির চালক-সহ মোট ৫ জন আহত বলে খবর। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁদের। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
আরও পড়ুনঃ কাশতে কাশতে বমি উঠে আসছে? বুকে ব্যাথা হয়ে যাচ্ছে? ছোট্ট এই ঘরোয়া টিপসে নিমেষে মুক্তি
হাওড়ার বাগনানে লাইব্রেরি মোড়ে ১৬ নম্বর জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে পর পর গাড়িতে ধাক্কা। মৃত ২ আহত ৫। জানা গিয়েছে, কলকাতার বালিগঞ্জ ভারত সেবা সংঘ থেকে একটি ৪০৭ গাড়ি মহিষাদলে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার উদ্দেশ্য যাওয়ার সময়ই বাগনান লাইব্রেরি মোড়ে নিয়ন্ত্রন হারিয়ে পাশের লেনে চলে গিয়ে বালি বোঝাই লরিতে ধাক্কা। তার পিছনে আরও একটি প্রাইভেট গাড়ি ধাক্কা মারে। ঘটনায় ভারত সেবা সংঘের স্বামী সুভাষ মহারাজের মৃত্যু। মৃত আর ও কর্মী। ঘটনার জেরে নম্বর জাতীয় সড়কে যানজট। ঘটনাস্থলে বাগনান থানার পুলিশ। আহতরা উলুবেড়িয়া শরৎচন্দ্র মেডিক্যাল কলেজ হাসপাতালে ভতি।