আরও পড়ুন: বাস করেন এক জেলায়, পিন কোড অন্য জেলার! চিঠি পেতে নাভিশ্বাস
সূত্রের খবর, বুধবার দুপুরে টিফিনের সময় রামপুরহাটের ওই বেসরকারি স্কুলের তিনতলায় পড়ুয়ারা খেলছিল। সেই সময় চতুর্থ শ্রেণির ওই ছাত্রী পা হড়কে কাঁচের জানালা ভেঙে উপর থেকে নিচে পড়ে যায়। সঙ্গে সঙ্গে তাকে রামপুরহাট মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকদের পরামর্শে বুধবার রাতেই তাকে কলকাতায় নিয়ে আসেন অভিভাবকরা। জানা গিয়েছে আহত ছাত্রীর বাড়ি নলহাটি পুরসভার ৬ নম্বর ওয়ার্ডে।
advertisement
স্থানীয় সূত্রে খবর, আহত ছাত্রীর মুখে গুরুতর আঘাত আছে। স্কুলের বারান্দায় কোনও রেলিং না থাকাতেই এই দুর্ঘটনা ঘটেছে বলে অভিভাবকদের অভিযোগ। এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার অন্যান্য পড়ুয়াদের অভিভাবকরা স্কুলে এসে বিক্ষোভ দেখান। মোনালিসা রায় নামে এক অভিভাবক অভিযোগ করেন, গতকালের ওই ঘটনার পরেও স্কুল কর্তৃপক্ষের কোনও হেলদোল নেই। এই স্কুলে বাচ্চাদের কোনও নিরাপত্তা নেই। তিনি আরও বলেন, কয়েকদিন আগে একটি স্কুল বাস হসপিটাল মোড়ের কাছে দুর্ঘটনা ঘটিয়েছিল। তবুও সেই বাসের চালককে এখনও বদল করা হয়নি।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
অভিভাবকদের অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই বেসরকারি স্কুলের পক্ষ থেকে রাহুল চট্টোপাধ্যায় বলেন, বিষয়টি আমরা দুর্ঘটনা হিসেবে দেখছি। ছাত্রীর সমস্তরকম স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। পরিবারের ইচ্ছানুসারে ছাত্রীটির আরও উন্নত চিকিৎসার জন্য কলকাতা পাঠানো হয়েছে। আমরা দ্রুত তাকে স্কুলে দেখতে চাই।
সৌভিক রায়