সকাল থেকেই সাধারণ মানুষের মধ্যে উদ্দীপনা শেষ ছিল না এসি লোকাল ট্রেনে চড়ে শিয়ালদহের উদ্দেশে রওনা হওয়ার। সকাল ৮:২৯ মিনিটে ট্রেন রানাঘাট স্টেশন থেকে শিয়ালদহের উদ্দেশে রওনা দিল। যাত্রীরা জানাচ্ছেন অভাবনীয় পরিকল্পনা পূর্ব রেলের। তাঁরা কোনও দিন ভাবতেও পারেননি সাধারণ মানুষ এসি লোকাল ট্রেনে চড়ে শিয়ালদা যাবেন। তবে তাঁদের একটাই চিন্তা-সাধারণ মানুষ কতটা ঠিক ঠাক ভাবে রাখতে পারবে এই এসি লোকাল ট্রেন? তবে রানাঘাট থেকে শিয়ালদহ যেতে আর কোনও কষ্ট করতে হবে না বলেও আশাবাদী তাঁরা। একজোড়া লোকাল ট্রেন পেয়ে অত্যন্ত খুশি নদিয়াবাসী।
advertisement
আরও পড়ুন: ‘এই’ বিশেষ নিয়মে দূরপাল্লার ট্রেনে টিকিট কাটলেই পাবেন বিশাল ছাড়! জানুন ভারতীয় রেলের বড় সুবিধে!
উল্লেখ্য, বহুদিনের দাবি শেষমেশ পূর্ণ হল নদিয়াবাসীর। সোমবার সকালে পূর্ব রেলওয়ের পক্ষ থেকে একজোড়া নতুন লোকাল ট্রেন চালুর ঘোষণা ও উদ্বোধন করা হয়। দীর্ঘদিন ধরে নদিয়া জেলার যাত্রীদের জন্য পর্যাপ্ত লোকাল ট্রেনের অভাবে নিত্যযাত্রীদের ভোগান্তি চরমে উঠেছিল। অবশেষে নতুন এই ট্রেন পরিষেবা চালু হওয়ায় যাত্রীদের মুখে হাসি ফুটেছে।
অন্যদিকে অনেক যাত্রীর মত, বাতানুকূল ট্রেনের ভাড়া অনেক বেশি। মেট্রোতেও এসি পরিষেবা থাকে, তবে সেখানে ভাড়া সাধ্যের মধ্যে। তাই শীতাতপ নিয়ন্ত্রিত লোকাল ট্রেনে চাপতে গেলে নিত্য প্রয়োজনে নয়, বরং শখে সওয়ার হতে হবে। মনে করছেন তাঁরা। এই প্রসঙ্গে সিনিয়র জনসংযোগ ম্যানেজার একলব্য চক্রবর্তীর তাঁর কথায়, ‘‘আমাদের চ্যালেঞ্জ তো অবশ্যই। আশা করি আমরা সফল হব। মানুষ আসবেন।’’