পূর্ব বর্ধমানের জামালপুর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের সামনে থেকে কেপমারি হল ৪৯ হাজার টাকা। শেখ মোহাম্মদ আলী নামে এক ব্যক্তি জামালপুরের কারালাঘাটের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে ৪৯ হাজার টাকা তোলেন। তারপর ওই টাকা নিয়ে তিনি জামালপুরের সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কে যান। সেখানে তাঁর পাস বই আপ টু ডেট করান। ওই ব্যাঙ্কের কাজ মিটিয়ে নিচে নেমে আসেন। সাইকেলের হ্যান্ডেলে টাকার ব্যাকটি রেখে তিনি সাইকেলের তালা খুলতে যান। সেই সময় একজন পাশ থেকে বলে টাকা পড়ে গেছে। শেখ মোহাম্মদ আলী ঘুরে দেখেন তার সামনেই ৩০ টাকা পড়ে রয়েছে। তিনি সেই টাকা কুড়িয়ে তাঁর সাইকেলের হ্যান্ডেলে হাত দিতে গিয়ে লক্ষ্য করেন টাকার ব্যাগটি নেই। টাকা পড়ে গেছে বলা সেই ব্যক্তিও উধাও।
advertisement
এরপর শেখ মোহাম্মদ আলী জামালপুর থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগের ভিত্তিতে পুলিশ শেখ মোহাম্মদ আলীকে নিয়ে সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের সামনে এসে গোটা বিষয়টা নিয়ে তদন্ত করে। ব্যাঙ্কের সামনেই একটি শাড়ির দোকান থেকে পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। গোটা বিষয়টা নিয়ে জামালপুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে। কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তা খতিয়ে দেখছে পুলিশ। তবে দিনে দুপুরে টাকার ব্যাগ চুরি হয়ে যাওয়া নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
অনেকেই বলছেন, ব্যাঙ্কের সামনে পুলিশের নজরদারি বাড়ানোর প্রয়োজন রয়েছে। সিসিটিভির ক্যামেরারও প্রয়োজন রয়েছে। অনেকেই টাকা জমা দিতে বা টাকা তুলতে আসেন। ব্যাঙ্কের সামনে যদি এভাবে চুরির ঘটনা ঘটে তাহলে সাধারন মানুষের নিরাপত্তা কোথায়। জেলা পুলিশের এক অফিসার জানান, দ্রুত দুষ্কৃতীর হদিশ পেতে সবরকম চেষ্টা চালানো হচ্ছে। প্রয়োজনে ব্যাঙ্ক কর্তৃপক্ষকে গোটা এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় আনার পরামর্শ দেওয়া হবে।