TRENDING:

Abhishek Banerjee: অভিষেকের সভায় মহিলার সঙ্গে মারাত্মক ঘটনা, তড়িঘড়ি জরুরি নির্দেশ তৃণমূল সাংসদের

Last Updated:

Abhishek Banerjee: এদিনের সভাতেই অভিষেক বক্তব্য রাখার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন এক মহিলা। সেই খবর পৌঁছতেই বক্তৃতা থামিয়ে তড়িঘড়ি চিকিৎসার নির্দেশ দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বিজেপি ছেড়ে অর্জুন সিং তৃণমূলে যোগ দেওয়ার পর উত্তর ২৪ পরগনার শ্যামনগরে সভা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেখানেই অভিষেক বলেন, ''এই মাসের ২২ তারিখ অর্জুন সিং আমাদের দলে যোগ দেয়। তাঁরা এই জেলার সকলে আমাকে একটা জনসভা করতে বলে। এই মাঠ ছোট হয়েছে। রাস্তার ধারে দু'ধারে কাতারে কাতারে লোক হয়েছে। আজকের দিন খুব গুরুত্বপূর্ণ। আজকে ৩০ মে৷ ৩ বছর আগে ঘরছাড়াদের ঘরে ফেরাতে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যারাকপুরে সভা করেছিলেন। আর এখন বহিরাগতদের ঘরছাড়া করেছে বাংলার মানুষ। যারা সেদিন রক্ত দিয়ে মমতা বন্দোপাধ্যায় জিন্দাবাদ বলে ঝান্ডা হাতে নিয়ে লড়াই করেছিল তাদের বৃত্ত সম্পূর্ণ হল।''
শ্যামনগরে অভিষেক বন্দ্যোপাধ্যায়
শ্যামনগরে অভিষেক বন্দ্যোপাধ্যায়
advertisement

যদিও এদিনের সভাতেই অভিষেক বক্তব্য রাখার সময়

বিদ্যুৎস্পৃষ্ট হন এক মহিলা। সেই খবর পৌঁছতেই বক্তৃতা থামিয়ে তড়িঘড়ি চিকিৎসার নির্দেশ দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সোমবার নির্ধারিত সময় বক্তৃতা দেওয়া শুরু করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আচমকা তৃণমূলের কর্মী সমর্থকদের একাংশ সাংসদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন। সঙ্গে সঙ্গে বক্তৃতা থামিয়ে দেন অভিষেক। ওই মহিলার চিকিৎসার নির্দেশ দেন ডায়মন্ড হারবারের সাংসদ।

advertisement

আরও পড়ুন: করা হল সতর্ক, তবে কলকাতা হাই কোর্টে বড় স্বস্তি পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

এদিনের সভা থেকে বিজেপিকে তীব্র আক্রমণ শানান অভিষেক। তাঁর কথায়, ''বিজেপির কেন্দ্রীয় এজেন্সি আছে৷ আর তৃণমূলের কর্মী আছে। যা দেশের কারও নেই৷ ২০১৯ এর পর তিন বছর কর্মীরা আছে। এই দলে দুই-তিন নম্বর কেউ নেই৷ এখানে মমতা বন্দোপাধ্যায়ের পরে কর্মীরা আছে।

advertisement

আজ দেশে কী পরিস্থিতি তৈরি করছে দেখুন। বাংলায় গো-হারা হেরে রাগ হয়েছে। তাই বাংলাকে ভাতে মারার চেষ্টা করছে। চটকলের অবস্থা খারাপ করেছে। আমাদের লড়াই দ্রব্য মূল্য থেকে শুরু করে মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ার বিরুদ্ধে। এই তৃণমূল এখন গোয়া, ত্রিপুরা, আসাম, মেঘালয়ে।''

আরও পড়ুন: মোদি সরকারের ৮ বছর, অমিত শাহের কথায় ২০৪৭! কেন উঠল ২৫ বছর পরের কথা?

advertisement

অভিষেকের সংযোজন, ''একমাত্র তৃণমূল কংগ্রেস চোখে চোখ রেখে লড়াই করতে পারে৷ আমরা ওদের বশ্যতা স্বীকার করিনি৷ আমরা ছেড়ে কথা বলব না। আমরা দিল্লির কাছে মাথা নত করব না৷ যারা বিজেপিতে গিয়েছিলেন তারা বুঝেছেন৷ এই যে অর্জুন সিং বুঝেছেন বিজেপি মানে খাল কেটে কুমির আনা। আমি কি দরজা খুলব না বন্ধ করে রাখব? আচ্ছা আপনাদের কথা শুনে দরজা বন্ধ রাখলাম। তোমাদের অনেক টাকা, অনেক অর্থ, অনেক এজেন্সি। আমরা ছোট দল। আমাদের ছোট দলে নাম লেখাতে বড় দল থেকে এসে সব লাইনে দাঁড়িয়ে আছে। মানুষ প্রমাণ করে দিয়েছে এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ই ভরসা। যারা যারা লাইনে আছে, নাম বললে চ্যানেলে ৫ দিন ধরে টক শো হবে। আমি সেই বিতর্ক করব না।

সেরা ভিডিও

আরও দেখুন
ঘরে বসে এইভাবে হচ্ছে 'মোটা' ইনকাম, পথ দেখাচ্ছেন গৃহবধূ! বড় সুযোগ মিস করবেন না
আরও দেখুন

সবার পেছনে ইডি-সিবিআই দিয়ে চমকাচ্ছে।''

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Abhishek Banerjee: অভিষেকের সভায় মহিলার সঙ্গে মারাত্মক ঘটনা, তড়িঘড়ি জরুরি নির্দেশ তৃণমূল সাংসদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল