TRENDING:

Abhishek Banerjee: বান্দোয়ানে হঠাৎই ফাস্ট ফুডের স্টলে অভিষেক, স্থানীয়রা তাঁর কাছে কী দাবি জানালেন?

Last Updated:

বৃহস্পতিবার অভিষেক বান্দোয়ানে একটা ফাস্ট ফুডের দোকানে হঠাৎ চলে যান ৷ সেখানেই তাঁর কাছে স্থানীয়রা হাসপাতালের দাবি করেন ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আবীর ঘোষাল, বান্দোয়ান: বান্দোয়ানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে রাস্তা আর হাসপাতালের দাবি স্থানীয়দের। বৃহস্পতিবার অভিষেক বান্দোয়ানে একটা ফাস্ট ফুডের দোকানে হঠাৎ চলে যান ৷ সেখানেই তাঁর কাছে স্থানীয়রা হাসপাতালের দাবি করেন ৷ কাছেই একটা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থাকলেও, সুচিকিৎসার জন্য বাসিন্দারা হাসপাতালের দাবি করেন ৷ অন্যদিকে, গ্রামবাসীদের বক্তব্য, গ্রামীণ রাস্তা একাধিক স্থানে খারাপ হয়েছে ৷ সেই রাস্তাগুলো যদি করা যায় ৷ বান্দোয়ানের ফাস্ট ফুডের দোকানে এদিন আলুর চপ আর চা খান অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷
বান্দোয়ানে হঠাৎই ফাস্ট ফুডের স্টলে অভিষেক, স্থানীয়রা তাঁর কাছে কী দাবি জানালেন?
বান্দোয়ানে হঠাৎই ফাস্ট ফুডের স্টলে অভিষেক, স্থানীয়রা তাঁর কাছে কী দাবি জানালেন?
advertisement

আরও পড়ুন– রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টি চলবে, কালবৈশাখীর সম্ভাবনা ফের কবে, জেনে নিন

বৃহস্পতিবার বিকেল থেকে একাধিক জায়গায় এসে থমকে যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয় ৷ প্রচণ্ড ঝড় ও বৃষ্টির কারণে বাতিল করে দিতে হয় অধিবেশন ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

বান্দোয়ান আসার পথে, বিট্টু ফাস্ট ফুড শপ বলে একটা দোকানে নেমে পড়েন অভিষেক৷ চা আর চপ খেতে খেতে তিনি পঞ্চায়েত যথাযথ কাজ করছে কিনা, সেই বিষয়ে জানতে চান। তখনই ফটিক চন্দ্র মাহাতো বলে এক ব্যক্তি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রাস্তা ও হাসপাতালের বিষয়ে জানান ৷ জঙ্গলমহলের এই সব প্রান্তিক এলাকায় যোগাযোগ একটা চ্যালেঞ্জের বিষয় ৷ সেই অর্থে গ্রামবাসীদের বক্তব্য দূরের পুরুলিয়া হাসপাতালে যেতে অনেক সময় লেগে যায় ৷ তাই যদি স্বাস্থ্য ব্যবস্থার জন্য হাসপাতাল করা যায় ৷ সেই অনুরোধই করেন স্থানীয়রা ৷

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Abhishek Banerjee: বান্দোয়ানে হঠাৎই ফাস্ট ফুডের স্টলে অভিষেক, স্থানীয়রা তাঁর কাছে কী দাবি জানালেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল