TRENDING:

Abhishek Banerjee: একদিনেই ৫০ হাজার করোনা পরীক্ষা, নজির গড়ল ডায়মন্ড হারবার! নতুন লক্ষ্য ঘোষণা অভিষেকের

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ডায়মন্ড হারবার: তিরিশ হাজারের লক্ষ্য বেঁধে দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ কিন্তু দিনের শেষ ডায়মন্ড হারবারে (Diamond Harbour) আরটি- পিসিআর পরীক্ষার সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে গেল৷
 অভিষেক বন্দ্যোপাধ্যায়।
অভিষেক বন্দ্যোপাধ্যায়।
advertisement

এই পরিসংখ্যান তুলে ধরে নিজেই ট্যুইট করেছেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যেপাধ্যায় (Abhishek Banerjee)৷ অভিষেক জানিয়েছেন, গত সাত দিনে পশ্চিমবঙ্গের সব লোকসভা কেন্দ্রের মধ্যে ডায়মন্ড হারবারেই সংক্রমণের হার সবথেকে কম৷ অভিষেকের প্রতিশ্রুতি, ডায়মন্ড হারবারকে করোনা মুক্ত করাই তাঁর লক্ষ্য৷

আরও পড়ুন: স্বামীজি-স্মরণে অভিনব উদ্যোগ, অভিষেকের ডায়মন্ড হারবার 'মডেলের' প্রশংসা সর্বস্তরে

advertisement

স্বামী বিবেকানন্দের জন্মদিনে ডায়মন্ড হারবারে কোভিড টেস্টিং অন হুইলস নামে বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছিল৷ যার মূল উদ্যোক্তা ছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ৷ এ দিন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের গ্রামে গ্রামে পৌঁছে গিয়েছিল কোভিড পরীক্ষার জন্য বিশেষ তেইশটি গাড়ি৷ বিভিন্ন এলাকার বাসিন্দাদের করোনা পরীক্ষার ব্যবস্থা করা হয়৷

প্রাথমিক ভাবে একদিনে তিরিশ হাজার আরটি- পিসিআর পরীক্ষার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল৷ কিন্তু দুপুরের মধ্যেই সেই লক্ষ্যমাত্রা পূরণ হয়ে যায়৷ দিনের শেষ মোট ৫৩,২০৩টি আরটি- পিসিআর টেস্ট করা হয়েছে ডায়মন্ড হারবারে৷ তার মধ্যে করোনা ধরা পড়েছে ১১৫১ জনের৷ পজিটিভিটির হার ২.১৬ শতাংশ৷

advertisement

আরও পড়ুন: 'নির্বাচন বন্ধের কথা বলেননি অভিষেক', বিতর্কে ইতি টানতে দাবি সৌগতর

মঙ্গলবার গোটা রাজ্যে করোনা পরীক্ষা হয়ছিল ৬৫ হাজারের কিছু বেশি৷ সেখানে একদিনেই ডায়মন্ড হারবারে ৫৩ হাজারের বেশি করোনা পরীক্ষা রীতিমতো নজির গড়ল বলেই ট্যুইটারে দাবি করেছেন অভিষেক৷ তিনি লিখেছেন, 'আনন্দের সঙ্গে জানাচ্ছি যে একদিনে পঞ্চাশ হাজার করোনা পরীক্ষার মধ্যে দিয়ে আমরা স্বামী বিবেকানন্দকে যথাযথ সম্মান জানাতে পেরেছি৷ তার উপরে গত সাত দিনে পশ্চিমবঙ্গের সমস্ত লোকসভা কেন্দ্রের মধ্যে ডায়মন্ড হারবারেই পজিটিভিটি রেট সবথেকে কম৷'

সেরা ভিডিও

আরও দেখুন
পড়তে এসেছিলেন খড়গপুর আইআইটি-তে, হয়ে গেলেন ডেপুটি ডিরেক্টর! রিন্টু ম্যাডাম আজ সবার গর্ব
আরও দেখুন

অন্য একটি ট্যুইটে অভিষেক লেখেন, 'এই পজিটিভিটি রেট আরও কমিয়ে আনতে যা করণীয় তা আমরা করতে আমরা বদ্ধপরিকর৷ ডায়মন্ড হারবারকে করোনা মুক্ত করতে আমরা চেষ্টার ত্রুটি রাখব না৷ আপনাদের সুস্থতাই আমাদের কাছে সর্বাধিক অগ্রাধিকার পাবে৷'

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Abhishek Banerjee: একদিনেই ৫০ হাজার করোনা পরীক্ষা, নজির গড়ল ডায়মন্ড হারবার! নতুন লক্ষ্য ঘোষণা অভিষেকের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল