অভিষেক এ দিন নিজেই জানিয়েছেন, নন্দীগ্রামেও দুটি মডেল স্বাস্থ্য ক্যাম্প করা হবে৷ নন্দীগ্রাম ১ এবং নন্দীগ্রাম ২ ব্লকের সেই ক্যাম্পগুলিতেও তিনি যাবেন৷
এর আগে ২০২৩ সালের পঞ্চায়েত ভোটের আগেও রাজ্য জুড়ে নবজোয়ার যাত্রা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ তখনও নন্দীগ্রামে মিছিল নিয়ে ২০ কিলোমিটার দীর্ঘ পথ অতিক্রম করেছিলেন তিনি৷
তৃণমূল শীর্ষ নেতা আগেই জানিয়েছিলেন, নতুন বছরের শুরু থেকেই পথে নামবেন তিনি৷ এ দিন সেই প্রচার কর্মসূচির রূপরেখা সামনে এনেছেন অভিষেক৷ গত ১৫ বছরে রাজ্য সরকার কী কী কাজ করেছে সেই রিপোর্ট কার্ড সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি জেলা জেলায় গিয়ে এসআইআর বিরুদ্ধেও জোরাল আওয়াজ তুলতে চান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক৷
advertisement
২০২১ সালের বিধানসভা নির্বাচনের সময়ও শুভেন্দু অধিকারীর খাসতালুক হিসেবে পরিচিত কাঁথিতে গিয়ে জনসভা করেছিলেন অভিষেক৷ অধিকারীদের বাসভবন শিশিরকুঞ্জ থেকে ঢিল ছোড়া দূরত্বে আয়োজিত সেই সভাকে কেন্দ্র করেও রাজনৈতিক উত্তেজনা চরমে পৌঁছেছিল৷ এবার বিধানসভা নির্বাচনের প্রচারের শুরুতেই রাজ্য রাজনীতির অন্যতম চর্চিত বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে পা রাখছেন অভিষেক৷
