TRENDING:

Abhishek Banerjee: ছ-ছ'টি রোড শো! তিন-তিনটি জনসভা! শনিবার থেকে টার্গেট 'ডায়মন্ড'! মেগা 'প্রচার' শুরু অভিষেকের

Last Updated:

Abhishek Banerjee: শনিবার থেকে ডায়মন্ড হারবার জুড়ে ছ'টি রোড শো করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর পাশাপাশি করবেন তিনটি জনসভা। একাধিক রোড শো এর পাশাপাশি সফরসূচিতে থাকছে বেশ কয়েকটি জনসভাও।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: শনিবার থেকে ডায়মন্ড হারবার জুড়ে ছ’টি রোড শো করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর পাশাপাশি করবেন তিনটি জনসভা। একাধিক রোড শো এর পাশাপাশি সফরসূচিতে থাকছে বেশ কয়েকটি জনসভাও। তবে শুধু ডায়মন হারবার নয়, শেষ ল্যাপে অভিষেকের নজরে আরও দুই কেন্দ্র। কোথায় কোথায় কর্মসূচি তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের? দেখে নিন তালিকা।
অভিষেক বন্দ্যোপাধ্যায়
অভিষেক বন্দ্যোপাধ্যায়
advertisement

১৮ মে- ডায়মন্ড হারবার রোড শো

২৩ মে- ডায়মন্ড হারবার জনসভা

২৫ মে- ডায়মন্ড হারবার রোড শো

২৬ মে- ডায়মন্ড হারবার রোড শো

২৭ মে – ডায়মন্ড হারবার রোড শো

২৮ মে- ডায়মন্ড হারবার জনসভা ও রোড শো

২৯ মে- ডায়মন্ড হারবার জনসভা, মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন

৩০ মে- ডায়মন্ড হারবার রোড শো।

advertisement

নিজের কেন্দ্র ডায়মন্ড হারবারেরর জন্য একগুচ্ছ কর্মসূচির পাশাপাশি আগামী ২৩ তারিখ যাদবপুর ও মথুরাপুরেও জনসভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনটাই তৃণমূল সূত্রে খবর। ২৪ তারিখ রোড শো করবেন বারাসতে আর জয়নগরে হবে সভা। ২৬ তারিখ জয়নগর ও মথুরাপুরে থাকছে জনসভা, ২৭ তারিখ বসিরহাটে জনসভা।

ডায়মন্ড হারবার থেকে চার লক্ষের বেশি লিড হবে বলে টার্গেট দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর আগে ডায়মন্ড হারবারে গিয়ে অভিষেক নিজেই উল্লেখ করেন তাঁর কেন্দ্র সামলাবে স্থানীয়রা। তিনি নিজে থাকবেন রাজ্যের বিভিন্ন কেন্দ্রের প্রচারে। তবে ভোটের শেষ দফায় ডায়মন্ড হারবারে প্রচারে ঝড় তুলছেন তিনিই।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Abhishek Banerjee: ছ-ছ'টি রোড শো! তিন-তিনটি জনসভা! শনিবার থেকে টার্গেট 'ডায়মন্ড'! মেগা 'প্রচার' শুরু অভিষেকের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল