TRENDING:

‘‘গায়ের জোরে পঞ্চায়েত নির্বাচন নয়’’- জঙ্গলমহলের দুই জেলাকে বার্তা অভিষেকের 

Last Updated:

পার্থ কাণ্ডে নাম উঠে এসেছিল পিংলার । যেখানে পার্থ বাবুর স্ত্রীর নামে বিতর্কিত স্কুল রয়েছে । পিংলার ব্লক সংগঠনে কি সভাপতি বদল করা হবে ? এ নিয়েই চর্চা তুঙ্গে এই বৈঠকের পরে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ঝাড়গ্রাম: জোর করে পঞ্চায়েত ভোটে লড়াই করা যাবে না। দল পাশে থাকবে না। জঙ্গলমহলের দুই জেলা পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের  বৈঠকে দলের পদাধিকারীদের জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । সূত্রের খবর, পাশাপাশি সব ব্লকের সাংগঠনিক দায়িত্বের জন্য নাম চাওয়া হয় । সূত্রের খবর ব্লক স্তরে বেশ কিছু সংগঠনে রদবদল আসতে চলেছে । সাত দিনের মধ্যে ব্লক কমিটি ঘোষণা করা হবে । বৈঠকে অবশ্য পার্থ চট্টোপাধ্যােয়ের প্রসঙ্গ ওঠেনি । পার্থ কাণ্ডে নাম উঠে এসেছিল পিংলার । যেখানে পার্থ বাবুর স্ত্রীর নামে বিতর্কিত স্কুল রয়েছে । পিংলার ব্লক সংগঠনে কি সভাপতি বদল করা হবে ? এ নিয়েই চর্চা তুঙ্গে এই বৈঠকের পরে।
Abhishek Banerjee shares tips
Abhishek Banerjee shares tips
advertisement

সূত্রের খবর, অন্যান্য ব্লকের সঙ্গেই পিংলায় ব্লক সভাপতি পদে একাধিক নাম জমা পড়েছে দলের অন্দরে। জঙ্গলমহলের এই দুই জেলায় পঞ্চায়েতের লক্ষ্যে এখন থেকেই ঝাঁপিয়ে পড়ার নির্দেশ অভিষেকের । অভিষেক বলেন গণতান্ত্রিক পরিবেশে লড়াই হবে , এখন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এর উন্নয়ন এর বার্তা নিয়ে এলাকায় ঝাঁপিয়ে পড়ুন। সূত্রের খবর ঘাটাল সাংগঠনিক জেলা মিটিং-এ অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, , "পঞ্চায়েতে কোনওরকম বিশৃঙ্খলা করা যাবে না। ঐক্যবদ্ধ হয়ে মানুষের মন জয় করে মানুষের পাশে থেকে তাদের পক্ষে থেকে কাজ করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় এর নেতৃত্বে যে সরকারি পরিষেবা সেসবের প্রচার করতে হবে।" বিধায়ক, সাংগঠনিক জেলা সভাপতি, অন্যান্য শাখা সংগঠনের মতামত নেওয়া হয়েছে। প্রত্যেকের সঙ্গে সমন্বয় রেখে ব্লক স্তরে দ্রুত কমিটি গঠন করে দেওয়া হবে৷

advertisement

আরও পড়ুন - ত্রিপল চাইতে এসে হুলস্থূল! চড়-থাপ্পড় থেকে শুরু করে কটূক্তি, তারপর...

মেদিনীপুর সাংগঠনিক জেলা মিটিংয়ে জানিয়েছেন, "মানুষের বাড়ি বাড়ি যান। এ তাই বলছে ও তাই বলছে এই করে বেড়াবেন না। সামনে পঞ্চায়েত ভোট। সকলকে এক হয়ে চলতে হবে। কেন্দ্র সরকার তার রাষ্ট্রযন্ত্র ব‌্যবহার করে ষড়যন্ত্র করছে। তার বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলনই একমাত্র পথ।"বৈঠকে ব্লক কমিটি গড়ার ক্ষেত্রে বাকি জেলাগুলোর মতই বিধায়কদের মতামত নেওয়া হয়েছে।

advertisement

আরও পড়ুন - Shubman Gill: ম্যান অফ দ্য ম্যাচ হয়ে কাকে উৎসর্গ করলেন ট্রফি, শুভমান গিলে নিজেই জানালেন

নিজের লোক হলেই সে টিকিট পাবে এটা হবে না। নাম নিয়ে আলোচনা হবে। মানুষের পাশে যে থাকবে তাকেই টিকিট। দলের সিদ্ধান্তই মানতে হবে তা পরিষ্কার করে দেওয়া হয়েছে। দলীয় সূত্রে খবর, ১৫ দিন অন্তর জেলা কমিটি বসে কী কী কাজ করলেন সেটা আলোচনা করবেন সেই নির্দেশ দেওয়া হয়েছে।

advertisement

অন্যদিকে জঙ্গলমহলের আর এক জেলা ঝাড়গ্রাম নিয়েও বৈঠক করেছেন। দলের নেতাদের নির্দেশ প্রত্যন্ত এলাকায় যান। পঞ্চায়েত স্তরের সব কাজ যাতে তারা পায় দেখতে হবে। আদিবাসীদের জন্য একাধিক কাজ এই সরকার করেছে। তার স্কিম পৌঁছে দিতে হবে। একে অন্যকে সাহায্য করবে।আপনারা বিধানসভায় ভালো ফল করেছেন। কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাসের কোনও জায়গা নেই।জঙ্গলমহলে যাদের মুখ মানুষ চাইছে তাদের সামনে আনুন।মানুষ কি চাইছে তা বুঝে নিন।মানুষের কাছে সেই সব নিয়ে যান।।এখন থেকে বুঝে নিন৷ গায়ের  জোর দেখানোর জায়গা নেই৷প্রসঙ্গত পশ্চিম মেদিনীপুরে ২১১ ও ঝাড়গ্রামে ৭৯'টা পঞ্চায়েত আছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

ABIR GHOSHAL

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
‘‘গায়ের জোরে পঞ্চায়েত নির্বাচন নয়’’- জঙ্গলমহলের দুই জেলাকে বার্তা অভিষেকের 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল