TRENDING:

Abhishek Banerjee: ছাব্বিশে টার্গেট নওশাদের ভাঙড়, ভোট প্রচারে নেমেই প্রথম লক্ষ্য জানিয়ে দিলেন অভিষেক!

Last Updated:

২০২৬ সালের দ্বিতীয় দিন থেকে ভোটের প্রচারে নেমে অভিষেক শুরুতেই বুঝিয়ে দিলেন, এবার বিধানসভা নির্বাচনে দক্ষিণ চব্বিশ পরগণা জেলায় শাসক দলের পাখির চোখ ভাঙড়৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
২০২১ সালে দক্ষিণ চব্বিশ পরগণার ৩১টি আসনের মধ্যে ৩০টিতেই জয় পেয়েছিল তৃণমূল কংগ্রেস৷ কিন্তু একমাত্র ভাঙড় কেন্দ্রে ঘাসফুল ফোটেনি৷ ভাঙড় কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকি৷
News18
News18
advertisement

২০২৬ সালের দ্বিতীয় দিন থেকে ভোটের প্রচারে নেমে অভিষেক শুরুতেই বুঝিয়ে দিলেন, এবার বিধানসভা নির্বাচনে দক্ষিণ চব্বিশ পরগণা জেলায় শাসক দলের পাখির চোখ ভাঙড়৷ দলের নতুন কর্মসূচি ‘যতই করো হামলা আবার জিতবে বাংলা’ কর্মসূচিরর শুরুটা এ দিন দক্ষিণ চব্বিশ পরগণার ভাঙড় থেকে শুরু করেন অভিষেক৷ সেই সভা থেকেই অভিষেক বলেন, ‘আমি বাংলার মানুষকে কথা দিয়েছি তৃণমূলের আসন সংখ্যা এবং ভোট শতাংশ ২০২১-এর তুলনায় ছাব্বিশে বাড়বে৷ ২০২১-এ জিতেছিলাম ২১৪, এবার একটা হলেও বেশি জিততে হবে৷ সেই একটা আসন যেন দক্ষিণ চব্বিশ পরগণা থেকে হবে৷ এবার ভাঙড়ও আমাদের জিততে হবে৷ এই জেলায় ৩১-এ ৩১ করতে হবে৷’

advertisement

কেন তিনি দলের নতুন কর্মসূচির শুরুটা দক্ষিণ চব্বিশ পরগণা জেলা থেকে করলেন, এ দিন তারও জবাব দিয়েছেন অভিষেক৷ ডায়মন্ড হারবারের সাংসদ বলেন, ‘কালীঘাটে আমার জন্ম হতে পারে মৃত্যু যেন এই জেলার মাটিতে হয়৷ কালীঘাট জন্মভূমি হলে দক্ষিণ চব্বিশ পরগণা আমার কর্মভূমি৷ আপনাদের আশীর্বাদ নিয়ে আজ থেকে লড়াই শুরু করলাম৷ বাকি বাংলা আমি বুঝে নেবো৷ দক্ষিণ চব্বিশ পরগণায় আপনারা লড়বেন তো? সিপিএমের যখন রমরমা বাজার ২০০৮ সালে পরিবর্তনের চাকা এই জেলা ঘুরিয়েছিল৷ তাই আজ প্রথম সভা দক্ষিণ চব্বিশ পরগণার বারুইপুরে৷’

advertisement

বিজেপি-কে আক্রমণ করে অভিষেক বলেন, ‘একটা বুথেও গণতান্ত্রিক ভাবে বিজেপি-কে মাথা তুলতে দেওয়া যাবে না৷ কেন বিজেপি-কে আমরা জমিদার বলেছিলাম, বাংলার মানুষ বুঝতে পারছে৷ বাংলাকে ভাতে মেরে ক্ষান্ত হয়নি, এখন মানুষের মৌলিক অধিকার কেড়ে নিতে এসআইআর নিয়ে এসেছে৷ যত শক্তি আছে প্রয়োগ করুন, এসআইআর করুন৷ তৃণমূলের আসন সংখ্যা বাড়বেই৷ বিজেপি নেতারা চ্যালেঞ্জ গ্রহণ করুন৷’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নেগুয়ার মন্দিরে সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্রের ছায়া, জানুন ইতিহাসের অজানা গল্প! চমকাবেন
আরও দেখুন

গত মঙ্গলবার রাজ্য সফরে এসে শাসক দল তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ স্বরাষ্ট্রমন্ত্রীকে জবাব দিয়ে অভিষেক এ দিন বলেন, ‘অমিত শাহ এসে বলছেন সোনার বাংলা করব৷ তাহলে পাশে সোনার ত্রিপুরা, সোনার অসম, সোনার বিহার হচ্ছে না কেন? মধ্যপ্রদেশে পানীয় জল খেয়ে মানুষের মৃত্যু হচ্ছে৷ যাঁরা বিশুদ্ধ পানীয় জল দিতে পারে না তাঁদের গণতন্ত্র নিয়ে কথা বলা সাজে না৷ বলেছিল বছরে ২ কোটি চাকরি দেব৷ নরেন্দ্র মোদি ১১ বছর ক্ষমতায় আছেন৷ তাহলে ২২ কোটি চাকরি হওয়ার কথা৷ ভারতে ৪১২৩টি বিধানসভা আছে৷ বাংলা ছেড়ে দিলাম, প্রত্যেক বিধানসভায় ৫৩ হাজার চাকরি দেওয়ার কথা৷ নরেন্দ্র মোদির সরকার যদি প্রমাণ করে একটা বিধানসভায় ৫ হাজার চাকরি দিয়েছে, তাহলে রাজনীতির আঙিনায় পা রাখব না৷ খালি মিথ্যে কথা আর জুমলা৷ তাঁদের কাছে আমাদের গণতন্ত্রের পাঠ নিতে হবে?’

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Abhishek Banerjee: ছাব্বিশে টার্গেট নওশাদের ভাঙড়, ভোট প্রচারে নেমেই প্রথম লক্ষ্য জানিয়ে দিলেন অভিষেক!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল