বর্ধমান শহরের এক বেসরকারি নার্সিং হোম থেকে মঙ্গলকোটের সিঙ্গট গ্রামের বাসিন্দা অসুস্থ সত্তোর্ধ্ব দ্বিজপদ বন্দ্যোপাধ্যায়কে তাঁর ছেলে মোটরবাইকে করে ডায়ালিসিস করিয়ে বাড়ি ফিরছিলেন।
আরও দেখুন
বিকাল সাড়ে চারটা নাগাদ বর্ধমান- কাটোয়া রাজ্য সড়কের ভাতার বাসস্ট্যান্ড পার হওয়ার প্রবল ঝড় ও বৃষ্টির কবলে পড়ে মাঝ রাস্তায় অসুস্থ বাবা সহ সোমনাথ আটকে পড়েন।সেখানেই শারীরিক ভাবে আরও অসুস্থ হয়ে পড়েন দ্বিজপদ বন্দ্যোপাধ্যায়।সেই সময় ঝড়- বৃষ্টির জন্য তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয় রাস্তা জুড়ে আটকে পড়েছিল।
advertisement
আরও পড়ুন – শুভেন্দু অধিকারীর দেহরক্ষীর অস্বাভাবিক মৃত্যুর মামলায় বড় বিবৃতি দিল সুপ্রিম কোর্ট
অভিষেক বন্দ্যোপাধ্যায় বিকালে বর্ধমানের ভাতারের রোড- শো শেষ করে মঙ্গলকোটের নতুনহাটে জনসভায় আসছিলেন। সোমনাথ অসুস্থ বাবাকে বাঁচাতে কনভয়ের সঙ্গে থাকা সাংবাদিকদের নিজের অসহায় অবস্থার কথা বলে সাহায্য চান। সাংবাদিকদের মাধ্যমে অভিষেক বন্দ্যোপাধ্যায় অসুস্থ বৃদ্ধের খবর পেয়ে দ্রুত নিজের কনভয়ের একটি গাড়ি দিয়ে বাড়িতে পাঠানোর ব্যবস্থা করেন।
অবসরপ্রাপ্ত রেল কর্মচারী দ্বিজপদ বন্দ্যোপাধ্যায় কিডনির সংক্রমণের সমস্যায় ভুগছেন।দেড় বছর ধরে তার ডায়ালিসিস চলছে বর্ধমানের একটি বেসরকারি নার্সিং হোমে। বছর দুয়েক আগে তার কিডনির সমস্যা ধরা পড়ে বলে সোমনাথ জানান।
অভিষেকের সাহায্যে বাবাকে সুস্থ অবস্থায় বাড়ি ফিরিয়ে নিয়ে এসে খুশি ছেলে সোমনাথ বন্দ্যোপাধ্যায়। সোমনাথ বাবু জানান আজ প্রবল ঝড়-বৃষ্টির বিপদের সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় পাশে না দাঁড়ালে বাবাকে হয়তো বাঁচাতে পারতাম না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্যই বাবাকে নিয়ে বাড়ি ফিরতে পেরেছি। কনভয়ের দায়িত্বপ্রাপ্ত ইনস্পেকটর প্রসেনজিৎ দত্ত আমার বাবার চিকিৎসার খোঁজ খবর নেবেন বলে আশ্বাস দিয়েছেন।
Ranadeb Mukherjee