TRENDING:

৪৪ দিন, ৪০০০ কিলোমিটার, ১৮ জেলা! বড় 'মাইলফলক' ছুঁয়েও নব জোয়ার নিয়ে বিরাট সিদ্ধান্ত অভিষেকের!

Last Updated:

Abhishek Banerjee || Panchayat Election 2023: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন সংযোগ যাত্রার ৪,০০০ কিলোমিটার পূর্ণ হল আজ। মাত্র ৪৪ দিনেই অভিষেক বন্দ্যোপাধ্যায় ভারতীয় গণতন্ত্রে অংশগ্রহণমূলক রাজনীতির গুরুত্ব তুলে ধরেছেন বলে দাবি তৃণমূলের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নদিয়া: বাংলা জুড়ে তাঁর ঐতিহাসিক কর্মসূচিতে যেভাবে হাজার হাজার মানুষ সামিল হয়েছেন, তাতে উচ্ছ্বসিত অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার জন সংযোগ যাত্রা শীর্ষক এই কর্মসূচি ৪,০০০ কিলোমিটারের যাত্রাপথ সম্পূর্ণ করেছে এবং একটি অভূতপূর্ব মাইলফলক স্পর্শ করল। নির্বাচনী গণতান্ত্রিক ব্যবস্থাপনায় অংশগ্রহণমূলক রাজনীতিকে আরও সক্রিয় করার বার্তা নিয়ে ৪৪ দিনে মোট ১৮টি জেলায় পৌঁছে গিয়েছে তৃণমূলে নব জোয়ার।
অভিষেক বন্দ্যোপাধ্যায়
Abhishek Banerjee
অভিষেক বন্দ্যোপাধ্যায় Abhishek Banerjee
advertisement

গত ২৫ এপ্রিল থেকে শুরু হওয়া এই প্রচার কর্মসূচির আওতায় তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কম্যান্ডের নেতৃত্বে ১০০টিরও বেশি রোড শো, ১১৭টিরও বেশি জন সমাবেশ, ৫৮টিরও বেশি বিশেষ কর্মসূচি এবং ৩৩টি জেলা অধিবেশন অনুষ্ঠিত হয়েছে বলে তৃণমূল সূত্রে জানানো হয়েছে।

আরও পড়ুন: সাংঘাতিক পরিস্থিতি হবে বাংলা, বিহার, ওড়িশায়…! কমলা সতর্কতা জারি…! ‘স্বস্তি’ কবে? ‘তারিখ’ বলে দিল আইএমডি

advertisement

‘মানুষের পঞ্চায়েত’ গড়ে তোলার উদ্দেশ্যকে সামনে রেখে আমজনতার পছন্দকে তুলে ধরার একটি মঞ্চ তৈরি করতে শুরু হওয়া তৃণমূলে নব জোয়ার শীঘ্রই জন জোয়ারে উত্তীর্ণ হয়। এই মঞ্চে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সঙ্গে সরাসরি সংযোগের পর মানুষের সমস্ত অভাব-অভিযোগের দ্রুত সমাধান হয়েছে।

আরও পড়ুন: ৫০-এও দেখাবে ২৫…! উল্টো ঘুরবে বয়সের কাঁটা! ম্যাজিকের মতো টানটান ত্বক দেবে এই ৩ ‘ভেষজ’ ফেসপ্যাক

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, যেহেতু আসন্ন পঞ্চায়েত নির্বাচনের জন্য আদর্শ আচরণবিধি লাগু হয়ে গিয়েছে, সেই জন্য তৃণমূলে নব জোয়ারের শেষ অধিবেশন নদিয়ার কল্যাণীতে হবে। জনগণের পঞ্চায়েত গড়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, ‘আমাদের শেষ অধিবেশন কল্যাণীতে হবে, তবে জন সংযোগ যাত্রা ১৬ জুন কাকদ্বীপ পর্যন্ত চলবে। উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনার মানুষ তাঁদের পছন্দের প্রার্থীর নাম জানাতে এক ডাকে অভিষেক-এ ফোন করে বা জেলা নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করে জানাতে পারবেন। তবে দলীয় অধিবেশন আর হবে না।”

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
৪৪ দিন, ৪০০০ কিলোমিটার, ১৮ জেলা! বড় 'মাইলফলক' ছুঁয়েও নব জোয়ার নিয়ে বিরাট সিদ্ধান্ত অভিষেকের!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল