গত ২৫ এপ্রিল থেকে শুরু হওয়া এই প্রচার কর্মসূচির আওতায় তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কম্যান্ডের নেতৃত্বে ১০০টিরও বেশি রোড শো, ১১৭টিরও বেশি জন সমাবেশ, ৫৮টিরও বেশি বিশেষ কর্মসূচি এবং ৩৩টি জেলা অধিবেশন অনুষ্ঠিত হয়েছে বলে তৃণমূল সূত্রে জানানো হয়েছে।
advertisement
‘মানুষের পঞ্চায়েত’ গড়ে তোলার উদ্দেশ্যকে সামনে রেখে আমজনতার পছন্দকে তুলে ধরার একটি মঞ্চ তৈরি করতে শুরু হওয়া তৃণমূলে নব জোয়ার শীঘ্রই জন জোয়ারে উত্তীর্ণ হয়। এই মঞ্চে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সঙ্গে সরাসরি সংযোগের পর মানুষের সমস্ত অভাব-অভিযোগের দ্রুত সমাধান হয়েছে।
অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, যেহেতু আসন্ন পঞ্চায়েত নির্বাচনের জন্য আদর্শ আচরণবিধি লাগু হয়ে গিয়েছে, সেই জন্য তৃণমূলে নব জোয়ারের শেষ অধিবেশন নদিয়ার কল্যাণীতে হবে। জনগণের পঞ্চায়েত গড়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, ‘আমাদের শেষ অধিবেশন কল্যাণীতে হবে, তবে জন সংযোগ যাত্রা ১৬ জুন কাকদ্বীপ পর্যন্ত চলবে। উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনার মানুষ তাঁদের পছন্দের প্রার্থীর নাম জানাতে এক ডাকে অভিষেক-এ ফোন করে বা জেলা নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করে জানাতে পারবেন। তবে দলীয় অধিবেশন আর হবে না।”