তাঁর কথায়, 'এই ভোট ২০২১- এর থেকেও এই ভোট অনেক গুরুত্বপূর্ণ৷ সিপিএম, বিজেপি,কংগ্রেসের অশুভ আঁতাত প্রকাশ্যে আসুক। বাংলার মীরজাফরদের চিনে নিন৷ এখানকার কংগ্রেসের প্রার্থী আসলে বিজেপির প্রার্থী৷ বাংলার টাকা কেনো কেন্দ্র বন্ধ করেছে, তা নিয়ে একদিনও অধীর চৌধুরী সংসদে প্রতিবাদ করেননি৷ একদিনও রাস্তায় নামেননি৷ কংগ্রেস যদি আগামী দিনে একটা অঞ্চল জেতে, তবে পরের দিনই বিজেপিতে যোগ দেবে৷'
advertisement
এদিন সভামঞ্চে কিছুক্ষণের জন্য একটি নাটকীয় মুহূর্ত গড়ে তোলেন অভিষেক। সাগরদিঘি উপ নির্বাচনে এবার তৃণমূল প্রার্থী করেছে দেবাশিস বন্দ্যোপাধ্যায়কে। এদিন বক্তৃতার মাঝেই দেবাশিসবাবু এবং স্থানীয় আরেক নেতাকে একটি ব্যানার খুলে ধরতে অনুরোধ করেন অভিষেক। ব্যানার খুলতেই প্রথম যেটা চোখে পড়ে, তা হল একটা ছবি।
ব্যানারের ছবিতে দেখা যায়, বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর পাশে দাঁড়িয়ে রয়েছেন সাগরদিঘি উপ নির্বাচনে কংগ্রেসের প্রার্থী বাইরন বিশ্বাস। এই ছবি দেখিয়ে অভিষেক অভিযোগ করেন, তৃণমূলকে হারাতে তলে তলে কংগ্রেসের সঙ্গে আঁতাঁত করেছে বিজেপি।